বাংলাহান্ট ডেস্ক: চ্যানেল, গল্প সবকিছু আলাদা হলেও প্রতিটি সিরিয়ালের (Serial) ক্ষেত্রেই কিছু বিষয় কমন থাকে। যেমন বেশিরভাগ সিরিয়ালেই নায়িকারা হন গ্রামের মেয়ে। শহরের ছেলে নায়ককে তারা ‘বাবু’ বলে ডাকে। তবে শুধু বাবু নয়, সঙ্গে আরো কিছু শব্দ জুড়ে দেয়। এমন ভাবেই তৈরি হয়েছে শহরের বাবু, বাঁধ বাবু, গাড়ি বাবু, উকিল বাবু, উচ্ছে বাবু, ডাক্তারবাবু, টুকাই বাবু, অভিমন্যু বাবু। নতুন সংযোজন ‘ছবি বাবু’।
স্টার জলসায় সদ্য শুরু হয়েছে ‘মাধবীলতা’। এখানে নায়িকা মাধবী গ্রামের আদিবাসী মেয়ে। জঙ্গল তার প্রাণ। জঙ্গলের প্রতিটা গাছকে সে নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করতে চায়। ওই গ্রামেই ঘুরতে আসে নায়ক সবুজ। পেশায় সে ফটোগ্রাফার।
সুন্দরী আর সাহসী মাধবীকে প্রথম দেখাতেই মন দিয়ে বসে সবুজ। তার ছবিও তোলে সে। আর তাই দেখেই মাধবী তার নাম দেয় ‘ছবি বাবু’। তাই নিয়েই হাসাহাসি চলছে নেটপাড়ায়। জনৈক নেটনাগরিক মজা করে লিখেছেন, ব্যাঙ্ক বাবু, গাড়ি বাবু, বাঁধ বাবু, শহরের বাবুর পর মাধবীর ছবি বাবু।
বেশিরভাগ সিরিয়ালেই দেখা যায়, প্রথমে নায়িকারা অমুক বাবু তমুক বাবু বলে ডাকা শুরু করে নায়কদের। নাম ধরে ভুলেও ডাকবে না তারা। তবে সিরিয়াল যখন শেষের পথে যায় তখন হঠাৎ করেই একদিন লাজুক মুখে নায়কের নাম ধরে ডেকে ওঠে তারা। সম্প্রতি ‘উমা’ সিরিয়ালেও এমনি দৃশ্য দেখা গিয়েছে।
ব্যতিক্রম অবশ্যই আছে। ‘লালকুঠি’তে নায়িকা অভিমন্যু নায়ক বিক্রমকে নাম ধরেই ডাকে। আবার বাবু ছাড়াও অনেক রকম সম্বোধন রয়েছে। যেমন ‘পিলু’র ওস্তাদজি, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’এ হংসিনীর ‘হিরো’ সম্বোধন। এর আগে ‘এই ছেলেটা ভেলভেলেটা’ সিরিয়ালে নায়িকা নায়ককে ‘ভেলভেলেটা’ বলেও ডেকেছে! গুনগুন সৌজন্যর নাম দিয়েছিল ‘ক্রেজি’। উদাহরণ বড় কম নেই।
নিত্য নতুন গল্প নিয়ে সিরিয়াল আসার অন্ত নেই। কিন্তু প্রত্যেকটা সিরিয়ালেই নায়িকাদের এই ‘বাবু’ ডাক নিয়ে বিরক্ত অনেকেই। দর্শকদের রুচি বদলাচ্ছে। গল্পের ধরণে বদলের সঙ্গে সঙ্গে এবার এই ‘বাবু’ সম্বোধনেও বদল আনা হোক, দাবি দর্শকদের।