বাংলা হান্ট ডেস্কঃ নামের দিক থেকে গ্রাম হলেও, দেখার দিক থেকে কোন নামী বড় শহরের থেকে কম কিছু নয় গুজরাটের মধাপার (madhapar) গ্রাম। বাচ্চাদের উচ্চ শিক্ষার সুবিধা থেকে শুরু করে, শপিং মল, শিশুদের খেলার ভালো স্টেডিয়াম, এমনকি শিশুদের সাঁতারের জন্য সুইমিং পুলের ব্যবস্থাও রয়েছে এই গ্রামে।
এই গ্রামটির সমৃদ্ধ এবং সৌহার্দ্যপূর্ণতার কারণে দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই গ্রামে ঘুরতে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক সুযোগ সুবিধাও। পড়াশুনার জন্য এখানে রয়েছে একটি হিন্দি, ইংলিশ মিডিয়াম স্কুল এবং একটি ইন্টার কলেজও।
অর্থাৎ বর্তমান সময়ে আধুনিকতার সঙ্গে খাপ খাইয়ে চলার জন্য যা যা প্রয়োজন, তার সবকিছুই আপনি পেয়ে যাবেন এই গ্রামে। সেই সঙ্গে আরও জানা যায়। এই গ্রামের প্রায় প্রতিটি পরিবারের কেউ না কেউ বিদেশে চাকরী বা ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছেন।
কর্মসূত্রে বিদেশে থাকলেও, তাঁরা কিন্তু নিয়ম করে এই গ্রামের ব্যাঙ্কেই টাকা পাঠান। মোট ১৭ টি বড় বড় ব্যাঙ্কের শাখা রয়েছে এই গ্রামে। সেখানেই সকলে টাকা পাঠান। হিসেব করে দেখা গেছে এই গ্রামের সমস্ত ব্যাঙ্ক মিলিয়ে জমা রাখা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে মোট প্রায় ৫০০০ কোটি টাকা।
এখানেই শেষ নয়, ব্যাঙ্কের পাশাপাশি পোস্ট অফিসেও রয়েছে বেশ মোটা টাকার ফিক্সড ডিপোজিট। প্রায় ২০০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে এই গ্রামের পোস্ট অফিসে। এই গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকলেও, এই গ্রাম আর্থিক দিক থেকে, আধুনিকতার দিক থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছে।