ফাঁড়া আর কাটছেই না, মুক্তির দিনেই অনলাইনে ফাঁস হয়ে গেল মাধবনের ‘রকেট্রি: দ‍্য নাম্বি এফেক্ট’

বাংলাহান্ট ডেস্ক: অনলাইনে ফাঁস হয়ে গেল আর মাধবন (R Madhavan) অভিনীত ‘রকেট্রি: দ‍্য নাম্বি এফেক্ট’ (Rocketry: The Nambi Effect)। দীর্ঘ প্রতীক্ষার পর ১ লা জুলাই ছবিটি মুক্তি পেয়েছে বড়পর্দায়। আর মুক্তির দিনই অনলাইনে ফাঁস হয়ে গেল সম্পূর্ণ ছবিটি। একাধিক ওয়েব সাইটে ছবিটি ফাঁস হয়ে গিয়েছে বলে খবর।

পাইরেসি ক্রমেই বেড়ে চলেছে সিনে মহলে। মুক্তির দিনেই নির্মাতাদের সমস্ত প্রচেষ্টা, পরিশ্রম ব‍্যর্থ করে অনলাইনে ফাঁস হয়ে যাচ্ছে ছবি। আর পাঁচটি সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবির মতো রকেট্রিও পাইরেসির শিকার হয়েছে। তামিলরকার্স অনলাইন মুভি ওয়াচেস, ফিল্মিজিলা, ১২৩ মুভিজ, ১২৩ মুভিরুলজ এর মতো কুখ‍্যাত সব সাইটে ফাঁস হয়েছে রকেট্রি।

GettyImages 120027653 1 scaled 2

বিভিন্ন টরেন্ট সাইট তো রয়েছেই, পাশাপাশি বেশ কিছু টেলিগ্রাম গ্রুপেও এইচডি কোয়ালিটিতে উপলব্ধ রকেট্রি। এর আগে আর আর আর, কেজিএফ ২, ভুলভুলাইয়া ২ এর মতো সুপারহিট ছবি ছাড়াও যুগ যুগ জিও, ধাকড়, রানওয়ে ৩৪ এর মতো ছবি ফাঁস হয়েছে। এমনকি হলিউড ছবি টপ গান মাভেরিকও পাইরেসি এড়াতে পারেনি।

প্রসঙ্গত, হিন্দি, তামিল ও ইংরেজি ভাষায় শুটিং করা হয়েছে ছবিটির। এছাড়াও তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষাতেও মুক্তি পেয়েছে রকেট্রি: দ‍্য নাম্বি এফেক্ট। বিজ্ঞানী নাম্বি নারায়নণ এর জীবনের উপরে ভিত্তি করে তৈরি এই ছবির চর্চা চলছে অনেক বছর ধরেই। সম্প্রতি ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি। ছবিটিতে অভিনয় তো করেছেনই, সেই সঙ্গে পরিচালনা, প্রযোজনা এবং চিত্রনাট‍্যও লিখেছেন মাধবন।

ছবি মুক্তির আগে আগেই বিতর্কে জড়িয়েছিলেন মাধবন। অভিনেতার মাধবনের একটি মন্তব‍্যে ট্রোল শুরু হয়েছিল সোশ‍্যাল মিডিয়ায়। ছবির প্রচারে এসে অভিনেতা দাবি করেন, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন মহাকাশে মঙ্গলযান পাঠানোর আগে হিন্দু ক‍্যালেন্ডারের শরণাপন্ন হয়েছিল। হিন্দু ক‍্যালেন্ডার দেখেই মহাকাশে রকেট পাঠায় ইসরো।

তুমুল ট্রোল হওয়ার পর বিষয়টা নিয়ে মুখ খোলেন অভিনেতা। টুইটে তিনি লেখেন, ‘আমার এটা প্রাপ‍্য ছিল কারণ আমি পঞ্জিকাকে তামিল ভাষায় পঞ্চাঙ্গ বলেছি। আমি খুব অজ্ঞ। যদিও মাত্র দুটো ইঞ্জিন দিয়ে যে সাফল‍্য মঙ্গল অভিযানে এসেছিল তা এতে মিথ‍্যে হয়ে যায় না। এটা একটা রেকর্ড। বিকাশ ইঞ্জিন একটা রকস্টার।’

Niranjana Nag

সম্পর্কিত খবর