সত্যিই শেষ হয়ে যাচ্ছে ‘কে প্রথম কাছে এসেছি’? কি জানালেন ‘মধুবনী’ মোহনা

বাংলা হান্ট ডেস্ক : চলতি বছরের মে মাসের শেষের দিকেই জি বাংলার পর্দায় শুরু হয়েছিল মোহনা (Mohona Maity)-সায়ন জুটির নতুন সিরিয়াল ‘কে প্রথম কাছে এসেছি’ (Ke Prothom Kache Esechi)। ‘গৌরী এলো’ শেষ হওয়ার পর এই নতুন মেগার হাত ধরেই টেলিভিশনের পর্দায় কামব্যাক করেছিলেন অভিনেত্রী মোহনা মাইতি (Mohona Maity)। প্রথম সিরিয়ালের তুমুল জনপ্রিয়তার পর এই মেগাতেও দর্শকদের মন ছুঁয়েছিল মধুবনী চরিত্রে মোহনার (Mohona Maity) অভিনয়।

শেষ হয়ে যাচ্ছে মোহনা মাইতির (Mohona Maity) সিরিয়াল ‘কে প্রথম কাছে এসেছি’

বর্তমানে এই টেলি অভিনেত্রীর বয়স মাত্র ১৮ বছর। জি বাংলার জনপ্রিয় নাচের রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকেই প্রুথম আত্মপ্রকাশ হয় মোহনার। তারপর জি বাংলার ভক্তিমূলক ধারাবাহিক ‘গৌরী এলো’তে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে গিয়েছিলেন মোহনা।

  • ‘কে প্রথম কাছে এসেছি’-তে সুযোগ 

তবে প্রথম সিরিয়াল শেষ হওয়ার পর আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি অভিনেত্রীকে। সুযোগ আসে একই চ্যানেলেরই আরও একটি নতুন মেগা সিরিয়ালে প্রধান নায়িকা হওয়ার। শুরু থেকেই, সাংসারিক কুটকচালি কিংবা পরকীয়া বাইরে এই ধারাবাহিকে দেখানো হয়েছে একেবারে ভিন্ন স্বাদের গল্প।

  • ‘কে প্রথম কাছে এসেছি’ শেষ হয়ে যাচ্ছে?

কিন্তু ইদানিং টেলিপাড়ার কান পাতলেই শোনা যাচ্ছে মোহনার এই সিরিয়াল বন্ধের খবর। সত্যি কি তাই? এই জল্পনা কতখানি সত্যি? এ প্রসঙ্গে কি বলছেন খোদ মধুবনী অভিনেত্রী মোহনা মাইতি? তাহলে কি টেলিভিশনের পর্দায় এবার সত্যিই শেষ হয়ে যাচ্ছে ঋক-মধুবনীর পথ চলা?

আরও পড়ুন : উড়ন্ত সিঁদুর-মালা অতীত! মহালয়ায় উড়ে বেড়াচ্ছে দুর্গা, তুমুল ট্রোলড শুভশ্রী

  • ‘মধুবনী’ মোহনার কি প্রতিক্রিয়া? 

কোনো লুকোছাপা না করেই এই জল্পনায়  সীলমোহর দিয়ে অভিনেত্রী জানিয়েছেন খবরটা একেবারে সত্যি। ‘এই সময়’ কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রসঙ্গে ছোটপর্দার মধুবনী ওরফে মোহনা বলেছেন, ‘খবরটা একেবারেই সত্যি। তবে এখনও বিশ্বাস করে উঠতে পারিনি। যেদিন প্রথম খবরটা শুনলাম মাথায় পুরো আকাশ ভেঙে পড়েছিল। আসলে ভাবতে পারিনি এমনটা হতে পারে।’ সেইসাথে এদিন  অভিনেত্রী বলেন, ‘আসলে আমার প্রথম ধারাবাহিক দারুণ হিট করেছিল। অনেক দিন চলেছে। ভালো সাড়া পেয়েছিলাম। এবারও তাই দ্বিতীয় ধারাবাহিক নিয়ে সেটাই আশা ছিল। কিন্তু হল না। কী আর করব? নিজেকে বোঝাচ্ছি যা হয় ভালোর জন্য। কিন্তু মন মানছে না।’

Ke

আসলে আগামী ২৩ সেপ্টেম্বর থেকেই জি বাংলায় শুরু হচ্ছে ঋত্বিক-অনন্বেষার কামব্যাক মেগা ‘আনন্দী’। ভালো টিআরপি না পাওয়ায়  ‘কে প্রথম কাছে এসেছি’র  সম্প্রচার শেষ করে আনা হচ্ছে এই নতুন ধারাবাহিক। টেলিপাড়া সূত্রে খবর আজ অর্থাৎ ১২সেপ্টেম্বর এই ধারাবাহিকের অন্তিম পর্বের শুটিং। আর এই অন্তিম পর্ব টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হবে আগামী ২২ সেপ্টেম্বর।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর