সদ‍্য মা হয়েছেন, বিধিনিষেধ কমতেই আড়াই মাসের ছেলেকে সামলে কাজে ফিরলেন মধুবনী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সদ‍্য সদ‍্য মাতৃত্বের সুখ উপভোগ করেছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী (madhubani goswami)। খুব শিগগিরিই তিন মাসে পড়বে রাজা মধুবনীর আদরের কেশব (keshav)। মধুবনীর বিশ্বাস, ভোলেনাথের আশীর্বাদেই তাঁর কোলে এসেছে তাঁর প্রথম সন্তান। তাই আদর করে ছেলের নাম রেখেছেন কেশব। এতদিন করোনা আবহে ছেলেকে নিয়ে বাড়িতে থাকলেও এবার কাজে ফিরেছেন মধুবনী।

না না, এখনি শুটিং ফ্লোরে ফেরেননি অভিনেত্রী। স্বামী রাজা গোস্বামী যদিও টানা কাজ করে চলেছেন ‘খড়কুটো’ সিরিয়ালে। কিন্তু সন্তানসম্ভবা হওয়ার পর থেকেই সুরক্ষার জন‍্য বাড়িতেই রয়েছেন। এখনো ছেলে ছোট থাকায় শুটিংয়ে ফেরার ভরসা পাচ্ছেন না মধুবনী। তাই অভিনয় ছাড়া অন‍্য কাজে ফিরলেন অভিনেত্রী।


লকডাউনের মধ‍্যে বেশ কিছুদিনের জন‍্য বন্ধ ছিল মধুবনীর বিউটি পার্লার ‘মধুবনী’জ হেয়ার অ্যান্ড বিউটি সালোঁ’। সরকার ফের পার্লার খোলার অনুমতি দিতেই আবারো নিজস্ব সালোঁ খুলছেন অভিনেত্রী। সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় পার্লার খোলার ঘোষনা করেন মধুবনী।

তিনি জানান, তাঁর কর্মচারীরা প্রত‍্যেকেই ভ‍্যাকসিন নিয়েছেন। তবে ভিড় এড়াতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে আগে থেকে বুকিং করে আসতে হবে বলে জানিয়েছেন তিনি। সকাল ১১টা থেকে সন্ধ‍্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে পার্লার। ফ্লোরে না ফিরলেও কেশবকে সামলে আপাতত পার্লারের কাজে ফিরলেন মধুবনী।

https://www.instagram.com/p/CQyRO1fMBXj/?utm_medium=copy_link

১০ এপ্রিল পরিবারে নতুন সদস‍্য আসার সুখবর দিয়েছিলেন রাজা। তাঁর ছবিতে দেখা যায় ছেলেকে এক হাত দিয়ে আঁকড়ে ধরে হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন মধুবনী। রাজা লেখেন, ‘আমাদের কোল আলো করে ভদ্রলোক এলেন। ভালবাসা দেবেন। পুত্রসন্তান হয়েছে। ঈশ্বরকে ধন‍্যবাদ।’

সম্পর্কিত খবর

X