জন্মাষ্টমীর পরেই বড় সারপ্রাইজ, একরত্তি ছেলে কেশবের প্রথম ভিডিও প্রকাশ করলেন মধুবনী

বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান হল। প্রথম বার ছোট্ট ছেলের মুখ প্রকাশ‍্যে আনলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী (madhubani goswami)। জন্মাষ্টমী মিটতেই অনুরাগীদের জন‍্য এই বড়সড় সারপ্রাইজের ব‍্যবস্থা করেছিলেন তিনি। জন্মের পাঁচ মাস পরে ছেলে কেশবের (keshav) মুখ সোশ‍্যাল মিডিয়ায় দেখালেন মধুবনী। খুদের মিষ্টি মুখ ভিডিও দেখে আপ্লুত নেটনাগরিকরা।

কেশবের জন্মের পরেই ছবি শেয়ার করে নেটমাধ‍্যমে সুখবর দিয়েছিলেন মধুবনী এবং রাজা গোস্বামী। এই পাঁচ মাসে কেশবের বহু ছবি, ভিডিওই শেয়ার করেছেন তাঁরা। কিন্তু কোনোবারই ছেলের মুখ দেখাননি তিনি। কেশবের জন্মের পর থেকেই অধীর আগ্রহে একরত্তির মুখ দেখার অপেক্ষায় ছিল রাজা মধুবনীর অনুরাগীরা। অবশেষে মিটল তাদের প্রতীক্ষা।

IMG 20210903 033508
এদিন নিজের ইনস্টা হ‍্যান্ডেলে কেশবের একটি মিষ্টি ভিডিও শেয়ার করেন মধুবনী। ভিডিওতে দেখা যাচ্ছে ছেলেকে উপুড় করে শুইয়ে দিয়েছেন অভিনেত্রী। মায়ের মুখে ‘কেশব’ ডাক শুনেই ক‍্যামেরার দিকে তাকিয়ে মুখে আওয়াজ করছে খুদে। হাবেভাবে উত্তেজনা স্পষ্ট। বিশেষ করে কেশবের চুলের স্টাইল বেশ মনে ধরেছে নেটিজেনদের।

IMG 20210903 032424
ছেলের চুলে কায়দা করে স্পাইক করে দিয়েছেন মধুবনী। অনেকেই ছেলের ভিডিও দেওয়ার জন‍্য অনুরোধ করেছেন বলে জানান মধুবনী। বলা বাহুল‍্য এমন মিষ্টি ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি। এখনো পর্যন্ত ৬৮ হাজার ভিউ হয়ে গিয়েছে ভিডিওটিতে। নেটনাগরিকরা ভালবাসা, আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন ছোট্ট কেশবকে।

গত এপ্রিলে রাজা মধুবনীর সংসার আলো করে এসেছে কেশব। এখন ছেলেকে সামলাতে বাড়িতেই রয়েছেন অভিনেত্রী। সঙ্গে নিজের সালোঁর কাজ করছেন তিনি। মধুবনী জানান কেশবের জন‍্য তাঁরা কোনো আয়া রাখেননি। কারণ এই করোনা পরিস্থিতিতে বাইরের কোনো লোককেই তাঁরা ছেলের কাছে যেতে দিচ্ছেন না। এখন মধুবনী চব্বিশ ঘন্টাই ছেলের কাছেই রয়েছেন, তিনিই তার দেখভাল করছেন। অভিনেত্রী এও জানিয়েছেন করোনা না গেলে উৎসব করে কেশবের অন্নপ্রাশনও করবেন না তাঁরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর