গত বছরেই এসেছে গিরিধারী গোপাল, সদ‍্যোজাত কেশবের অদেখা ছবি শেয়ার করলেন মধুবনী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ২০২১ এ যে তারকারা মাতৃত্বকে বরন করেছেন তাদের মধ‍্যে একজন অভিনেত্রী মধুবনী গোস্বামী (madhubani goswami)। তাঁর কোল জুড়ে এসেছে আদরের ‘গিরিধারী গোপাল’ কেশব। গত এপ্রিলে মা হয়েছেন মধুবনী। ছোট্ট কেশবের এখনো এক বছর হয়নি বটে তবে মা নাম ধরে ডাকলেই সে সাড়া দেয়, মধুবনীর ইউটিউব চ‍্যানেলে কেশবই সবথেকে বড় আকর্ষণ।

সন্তান যতই বড় হয়ে যাক না কেন, মায়ের কাছে সে সব সময় ছোটটিই থাকে। আর মধুবনী তো সবে সবে মাতৃত্বের স্বাদ পেয়েছেন। ছেলের জন্মের মুহূর্তটা এখনো স্পষ্ট মনে রয়েছে তাঁর। নতুন বছর সেই অদেখা ছবি শেয়ার করেই শুরু করলেন মধুবনী।


নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে। পাশে নার্স সদ‍্যোজাত কেশবকে এগিয়ে দিয়েছেন মধুবনীর দিকে। মাস্কের আড়ালেও স্পষ্ট নতুন মায়ের উজ্জ্বল হাসিমুখ।

ক‍্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘২০২১ তুমি সেরা ছিলে। আমার হৃদয়ে সবসময় তোমার জন‍্য একটা বিশেষ জায়গা থাকবে। ২০২২ কে স্বাগত জানাই অনেক স্বপ্ন, প্রার্থনা, কৃতজ্ঞতা, ভালবাসা, করুণা, উষ্ণতা ও ইতিবাচকতা দিয়ে। আগামী বছরটা দারুন কাটুক!’

https://www.instagram.com/p/CYKG4b1Pj7a/?utm_medium=copy_link

সবে মাত্র আট মাস বয়স ছোট্ট কেশবের। আপাতত ছেলের দেখাশোনার জন‍্য বাড়িতেই রয়েছেন মধুবনী। সারাটা দিন কাটে ঘরের টুকটাক কাজ, কেশবের সঙ্গে খেলা আর নিজের ইউটিউব চ‍্যানেল নিয়ে। হ‍্যাঁ, রাজা মধুবনীর একটি ইউটিউব চ‍্যানেলও রয়েছে, যেখানে কেশব হচ্ছে মুখ‍্য আকর্ষণ। ছেলের খেলা করার ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন তিনি।

নিয়ম করে ভ্লগ শেয়ার করেন মধুবনী। বাড়িতে তাঁর রোজনামচাই ভিডিও আকারে দেখান অনুরাগীদের। মধুবনীর সমস্ত কাজেই জুড়ে থাকে কেশব। দিন শুরু হয় ছেলেকে নিয়ে, শেষও হয় কেশবের হাসি মুখ দিয়ে।

সম্পর্কিত খবর

X