দাম্পত‍্য জীবনের চার বছর পার, ভাত-কাপড়ের পুরনো ছবি শেয়ার করলেন মধুবনী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাংলা টেলিভিশনের অন‍্যতম জনপ্রিয় জুটি রাজা গোস্বামী (raja goswami) ও মধুবনী গোস্বামী (madhubani goswami)। দীর্ঘদিনের বিবাহিত জীবনের পর সম্প্রতি নতুন বাবা মা হয়েছেন তাঁরা। রাজা মধুবনীর সংসার আলো করে এসেছে ছোট্ট ভদ্রলোক, কেশব। ছেলেকে ঈশ্বরের দান বলে মনে করেন মধুবনী। কৃষ্ণ ও শিবের নাম মিলিয়েই নাম রেখেছেন একরত্তির।

এখনি শুটিং ফ্লোরে না ফিরলেও নিজের বিউটি পার্লারের কাজ ফের শুরু করেছেন মধুবনী। ছেলেকে সামলাতে বেশি কাজ এখন করতে পারছেন না অভিনেত্রী। তাই বেশ কিছুটা সময় সোশ‍্যাল মিডিয়ায় কাটাতে পারছেন তিনি। এখন ছেলে কেশবের ছবিই বেশি পোস্ট করলেও সম্প্রতি নিজের বিয়ের সময়কার কিছু পুরনো ছবি শেয়ার করেছেন মধুবনী। নিজের ভাত কাপড়ের অনুষ্ঠানের কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি।


ছবিতে সবুজ জামদানি পরে স্বামী রাজার হাত থেকে ভাত কাপড় নিতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। সোনার গয়নাও উপহার দিয়েছেন রাজা। দুজনেই হাসিমুখে ধরা দিয়েছেন ক‍্যামেরায়। ২২ হাজার লাইক পড়ে গিয়েছে ছবিতে। মধুবনীর নেকলেসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নেটিজেনরা।

সিনে ইন্ডাস্ট্রির অন‍্যতম জনপ্রিয় জুটি মধুবনী ও রাজা। সেই জনপ্রিয় ধারাবাহিক ‘ভালবাসা ডট কম’ এ একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন দুজন। ওম তোরার অনস্ক্রিন জমাটি রসায়ন সুপারহিট হয়েছিল।

https://www.instagram.com/p/CRbcIH7os_j/?utm_medium=copy_link

তখন থেকেই প্রেম ও তারপর বিয়ে। নয় নয় করে বিবাহিত জীবনেরও কম বয়স হল না। ২০১৬ র ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন রাজা ও মধুবনী। তারপর থেকে চুটিয়ে চলছে সংসার ও অভিনয়। পুজোর আগেই নিজের বিউটি পার্লার উদ্বোধনেরও সুখবর দিয়েছিলেন অভিনেত্রী।

X