‘গত জন্মে নিশ্চয়ই কোনো পুণ‍্য করেছি’, শাশুড়িমাকে ভালবেসে আদুরে বার্তা মধুবনীর

বাংলাহান্ট ডেস্ক: বাংলা টেলিভিশনের অন‍্যতম জনপ্রিয় জুটি রাজা গোস্বামী (raja goswami) ও মধুবনী গোস্বামী (madhubani goswami)। দীর্ঘদিনের বিবাহিত জীবনের পর সম্প্রতি নতুন বাবা মা হয়েছেন তাঁরা। রাজা মধুবনীর সংসার আলো করে এসেছে ছোট্ট ভদ্রলোক, কেশব। ছেলেকে ঈশ্বরের দান বলে মনে করেন মধুবনী। কৃষ্ণ ও শিবের নাম মিলিয়েই নাম রেখেছেন একরত্তির।

ছেলেকে সামলানোর এখন বাড়িতেই রয়েছেন মধুবনী। প্রায়দিনই টুকটাক পোস্ট তিনি করতেই থাকেন ইনস্টাগ্রামে। গত কয়েকদিন ধরে বিয়ের স্মৃতি আরেকবার ঝালিয়ে দেখছেন অভিনেত্রী। বিয়ের নানান রীতি অনুষ্ঠানের ছবি শেয়ার করছেন অনুরাগীদের সঙ্গে। এদিন শ্বশুরবাড়িতে বরণের সময়কার কয়েকটি ছবি শেয়ার করেছেন মধুবনী। সঙ্গে প্রিয় ‘মামুণি’র জন‍্য এক মিষ্টি বার্তা।

IMG 20210723 212456
রাজার মা অর্থাৎ নিজের শাশুড়ি মাকে ভালবেসে মামুণি বলে ডাকেন মধুবনী। অনেকবার তাঁর সোশ‍্যাল মিডিয়ায় মামুণির প্রতি ভালবাসা দেখতে পেয়েছেন নেটিজেনরা। এদিন বিয়ের পর শ্বশুরবাড়িতে শাশুড়ি মায়ের বরণ করে ঘরে তোলার কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে গাড়িতে বসে থাকা মধুবনীকে বরণ করে, জল মিষ্টি খাইয়ে ঘরে তুলছেন তাঁর মামুণি।

ক‍্যাপশনে মধুবনী লিখেছেন, ‘আমার মামুণি, পরম স্নেহময়ী, কেশবের ঠাকুমা, রাজার মা। আমার বড় ভরসার জায়গা। বলা যেতে পারে এনার জন‍্যই আমি দাঁড়িয়ে আছি। আমাকে আদরে ভরিয়ে দিয়ে, জল মিষ্টি খাইয়ে, গাড়ি থেকে নামাচ্ছেন, ভালবাসার প্রদীপ জ্বেলে তাঁর ঘরে আমায় বরণ করে তুলবেন বলে। গত জন্মে বা এই জন্মে আমি নিশ্চয়ই কোনো সুকর্ম করেছি যার ফল স্বরূপ আমি তোমায় আমার মামণির রূপে পেয়েছি। সত‍্যিই আমি ভাগ‍্যবতী। সত‍্যিই তোমার মতো মামুণি সবাই পায় না। সবাই কী, কেউই পায় না।’

https://www.instagram.com/p/CRrA1umoea0/?utm_medium=copy_link

সম্প্রতি মধুবনী জানান কেশবের জন‍্য তাঁরা কোনো আয়া রাখেননি। কারণ এই করোনা পরিস্থিতিতে বাইরের কোনো লোককেই তাঁরা ছেলের কাছে যেতে দিচ্ছেন না। এখন মধুবনী চব্বিশ ঘন্টাই ছেলের কাছেই রয়েছেন, তিনিই তার দেখভাল করছেন। অভিনেত্রী এও জানিয়েছেন করোনা না গেলে উৎসব করে কেশবের অন্নপ্রাশনও করবেন না তাঁরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর