‘অনেক বাজে কিছু হতে পারত’, দুর্ঘটনার দুমড়ে মুচড়ে গেল মধুমিতার গাড়ি! কেমন আছেন অভিনেত্রী?

বাংলাহান্ট ডেস্ক : দুঃসময় যেন পিছুই ছাড়ছে না মধুমিতা সরকারের (Madhumita Sarcar)। সেই স্বাধীনতা দিবসে ভুল বানান ওয়ালা পোস্ট করে ট্রোলের মুখে পড়েছিলেন তিনি। পালটা জবাবও অবশ্য দিয়েছিলেন। এবার দুর্ঘটনার (Accident) শিকার হলেন অভিনেত্রী। মন্দিরে পুজো দিতে যাওয়ার সময়ে তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি পণ্যবাহী গাড়ি। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় মধুমিতার (Madhumita Sarcar) গাড়িটি। অভিনেত্রী কেমন আছেন?

দুর্ঘটনার শিকার মধুমিতা (Madhumita Sarcar)

সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিও করে নিজেই এই দুর্ঘটনার খবর জানিয়েছেন মধুমিতা (Madhumita Sarcar)। প্রিন্সেপ ঘাট থেকে নিমতলা ঘাটের ভূতনাথ মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন তিনি। গাড়ির চালকের ঠিক পেছনেই বসেছিলেন মধুমিতা (Madhumita Sarcar)। হঠাৎ করেই তাঁর গাড়িতে এসে ধাক্কা মারে একটি পণ্যবাহী গাড়ি। অভিনেত্রী যেদিকে বসেছিলেন সেদিকেই ধাক্কা লাগে। গাড়ির ক্ষতি হলেও ভাগ্যক্রমে সুরক্ষিত রয়েছেন মধুমিতা (Madhumita Sarcar)।

আরো পড়ুন : একী! Ed Sheeran’র হাতে অরিজিতের ‘ঝিলিক’ গিটার! কলকাতায় ‘আর কবে’র পর টার্গেট লন্ডন

ক্ষতি হয়েছে অভিনেত্রীর গাড়ির

লাইভ ভিডিওতে মধুমিতা (Madhumita Sarcar) জানান, তাঁর সঙ্গে মহাদেব রয়েছেন। অনেক কিছু হতে পারত, কিন্তু অল্পের উপর দিয়ে গিয়েছে। তিনি সম্পূর্ণ অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন মধুমিতা (Madhumita Sarcar)। সংবাদ মাধ্যমকে অভিনেত্রী বলেন, বিদ্যুৎ বন্টন সংস্থার একটি গাড়ি ধাক্কা মারে তাঁর গাড়িতে। ওই গাড়ির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তাঁকে আটকানো হয়। মধুমিতা (Madhumita Sarcar) নিজেও নেমে পড়েন গাড়ি থেকে। পুলিশ আসে ঘটনা স্থলে। তারপরে অন্য একটি গাড়িতে পুজো দিতে যান মধুমিতা।

আরো পড়ুন : ‘অপরাধীদের হাত পা কেটে মানুষের হাতেই ছেড়ে দেওয়া উচিত’, আরজিকর নিয়ে বিষ্ফোরক মিঠুন

মহাদেবের ভক্ত মধুমিতা

শিবভক্ত বলেই পরিচিত মধুমিতা (Madhumita Sarcar)। মাঝে মধ্যেই শিব মন্দিরে গিয়ে পুজো দিতে দেখা যায় তাঁকে। কিছুদিন আগেই দেওঘরে বৈদ্যনাথ মন্দিরে পুজো দিয়েছিলেন মধুমিতা (Madhumita Sarcar)। রাত দুটোর সময়ে রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করতেও দেখা গিয়েছিল তাঁকে। ভিডিওতে মধুমিতা (Madhumita Sarcar) বলেছিলেন, রাত দুটোর সময়ে তিনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। লোকজন রয়েছে, গাড়িও চলাচল করছে। কিন্তু কেউ তাঁর দিকে ফিরেও তাকাচ্ছে না। এমন সুরক্ষিত পরিবেশই মেয়েরা চান বলে মন্তব্য করেছিলেন মধুমিতা (Madhumita Sarcar)।

Madhumita Sarcar

মধুমিতা ট্রোলিং নিয়েও মন্তব্য করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তিনি বলেছিলেন, কী করতে হবে না হবে তিনি বুঝতে পারছেন না। যাই করছেন তাতেই ট্রোলড হচ্ছেন। এমনকি পুজো করলেও তাঁকে বলা হবে তিনি নাটক করছেন, পালটা কটাক্ষ শানিয়েছিলেন মধুমিতা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর