বিশেষ দিনে বিশেষ উদ‍্যোগ, পথশিশুদের সঙ্গে নিজের জন্মদিন সেলিব্রেট করলেন মধুমিতা

বাংলাহান্ট ডেস্ক: ছোটপর্দা থেকে উঠে এসে বড়পর্দায় জায়গা করে নেওয়া এবং জনপ্রিয় হওয়া চাট্টিখানি কথা নয়। তা করে দেখিয়েছেন মধুমিতা সরকার (madhumita sarkar)। শুরুটা টেলিভিশন সিরিয়াল দিয়ে করলেও নিজের সৌন্দর্য এবং অভিনয় দক্ষতার জোরে একের পর এক মাইলফলক অতিক্রম করে চলেছেন তিনি। খুব কম সময়ের মধ‍্যে নেটদুনিয়ার একটা বড় অংশকে নিজের ভক্ত বানিয়ে ফেলেছেন মধুমিতা। সম্প্রতি তাঁর এক ফ‍্যানক্লাবের তরফে এক দারুন উদ‍্যোগ নেওয়া হয়েছিল।

মঙ্গলবার ছিল মধুমিতার জন্মদিন। সাতাশে পা দিয়েছেন তিনি। তারকাসুলভ সেলিব্রেশনের পাশাপাশি আরেক মহৎ কাজও করেছেন অভিনেত্রী। চেতলার এক পথশিশু প্রকল্পের বাচ্চাদের সঙ্গে নিজের এই বিশেষ দিনটা সেলিব্রেট করতে পৌঁছে গিয়েছিলেন তিনি।

IMG 20211028 123711
ব‍্যবস্থাপনা করা হয়েছিল মধুমিতার ফ‍্যানক্লাবের তরফে। রঙ বেরঙের বেলুন দিয়ে সাজানো হয়েছিল ঘর। সাদা কুর্তির সঙ্গে বাঁধনি প্রিন্টের ওড়না দিয়ে ছিমছাম সাজে এসেছিলেন অভিনেত্রী। শিশুদের পাশে নিয়ে বড়সড় বার্থডে কেক কাটেন তিনি। খুদেদের জন‍্য কিছু খাবার দাবারের ব‍্যবস্থাও করা হয়েছিল। নিজে হাতে সেসব তুলে দেন মধুমিতা।

https://www.instagram.com/p/CVe9geyhN5T/?utm_medium=copy_link

https://www.instagram.com/tv/CVfi20VhO6b/?utm_medium=copy_link

কেক কাটা পর্বের পর ফুলের বোকে ও টুকটাক উপহারও ছিল পর্দার ‘পাখি’র জন‍্য। সব মিলিয়ে দিনটা বেশ আনন্দ করেই কাটালেন কাটালেন মধুমিতা। ফ‍্যানক্লাবের তরফে সমস্ত ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, ভবিষ‍্যতে আরো বড় করে কিছু করার পরিকল্পনা রয়েছে তাদের।

https://www.instagram.com/p/CVf215XBjNM/?utm_medium=copy_link

নিজের জন্মদিন সেলিব্রেশনের কিছু ছবি, ভিডিও শেয়ার করেছেন মধুমিতা। রানীর মতো করেই সেলিব্রেট করা হয়েছে তাঁর জন্মদিন। নিজে সাদা গাউনে সেজেছিলেন মধুমিতা। বার্থডে কেকও ছিল তাঁর অনুকরণেই। লাল ও সোনালি বেলুন দিয়ে সাজানো হয়েছিল পার্টি। পোস্টের কমেন্ট বক্সে ভালবাসা উজাড় করে দিয়েছেন নেটিজেনরা।

IMG 20211027 121034
মধুমিতা ছোটপর্দা থেকে বড়পর্দায় পা রেখেছেন খুব বেশিদিন হয়নি। এক বছরের মধ‍্যেই তিন তিনটি ছবি মুক্তি পেয়েছে তাঁর। তিনটিই বক্স অফিসে সাফল‍্যের ছাপ রেখেছে। অনবরত সামনের দিকেই এগোচ্ছেন মধুমিতা। জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে বলিউড পর্যন্ত পৌঁছে গিয়েছে তাঁর নাম। অভিনেত্রীর একটি ভিডিও লাইক করেছেন খোদ বরুন ধাওয়ান। প্রশংসা পেয়েছেন টলিউডের সহকর্মীদের থেকেও।

অভিনয়শৈলীর সঙ্গে সঙ্গে সৌন্দর্যও যেন নতুন ভাবে ফুটে উঠছে মধুমিতার। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ‍্যা ছুঁয়েছে ১ লক্ষ ৮০ হাজার। নিত‍্য নতুন ফটোশুটে মধুমিতা এখন রোজই রঙিন। ওয়েস্টার্ন থেকে এথনিক যেকোনো লুকেই তাঁর থেকে চোখ ফেরানো দায়। প্রতিটি ছবি, ভিডিওই ভাইরাল মধুমিতার।

Niranjana Nag

সম্পর্কিত খবর