বাংলাহান্ট ডেস্ক: ছোটপর্দায় কেরিয়ার শুরু করার পর বড়পর্দায় পা রাখাটা এখন জলভাত হয়ে দাঁড়িয়েছে অভিনেত্রীদের কাছে। তবে বাংলা ছবিতে অভিনয় করলেও বেশিরভাগেরই লক্ষ্য থাকে বলিউড (Bollywood)। জাতীয় স্তরে পরিচিত হতে কে না চায়? টলিউডের পোড় খাওয়া অভিনেতা অভিনেত্রীরা ইতিমধ্যেই দাপটের সঙ্গে কাজ করছেন হিন্দি ইন্ডাস্ট্রিতে। এবার সেই পথের শরিক হলেন নতুন প্রজন্মের জনপ্রিয় মুখ মধুমিতা সরকার (Madhumita Sarkar)।
ছোটপর্দা থেকেই উত্থান মধুমিতার। ‘বোঝে না সে বোঝে না’র পাখিকে এখনো মনে রেখে দিয়েছেন দর্শক। সিরিয়াল থেকে জনপ্রিয়তা পেয়েই সিনেমায় পা রাখেন তিনি। খুব কম সময়ের মধ্যেই বেশ কিছু ছবিতে অভিনয় করে দ্রুত খ্যাতির শিখরে উঠে গিয়েছেন অভিনেত্রী। টলিউডের বাইরে ইতিমধ্যেই পা পড়েছে তাঁর। দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন মধুমিতা। এবার পালা বলিউডের।
নিজের বলিউড ব্রেক নিয়ে এক সাক্ষাৎকারে মধুমিতা জানান, তনুজ ভিরওয়ানির বিপরীতে ‘ফর্জ’ ছবিতে অভিনয় করছেন তিনি। পরিচালক প্রীতম মুখোপাধ্যায় অবশ্য বাঙালি। এখনো হাতে কিছুটা সময় রয়েছে মধুমিতার। আগামী অগাস্ট মাসে শুটিং শুরু হবে। এক-দেড় মাস বিভিন্ন রাজ্য ঘুরে ঘুরে হবে শুটিং। মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খন্ডের মতো রাজ্যে শুটিং হবে। তাই সেখানকার বাসিন্দাদের হিন্দি বলার ধরণ রপ্ত করতে হচ্ছে মধুমিতাকে।
নিজের চরিত্রের ব্যাপারে এখনি বেশি কিছু না বললেও মধুমিতা জানান মেনস্ট্রিম কমার্শিয়াল ছবি হতে চলেছে ফর্জ। মুক্তিও পাবে সিনেমা হলেই। তবে কি টলিউডের পাট চোকালেন মধুমিতা? অভিনেত্রীর উত্তর, এমন কিছু ভাবেননি তিনি। যখন যেখানে ভাল প্রস্তাব পাবেন সেটাই করবেন। শুধু লাগাতার কাজ করে যেতে চান তিনি।
প্রসঙ্গত, টলিউডেও খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে মধুমিতার ‘চিনি ২’। প্রথম ছবিটিও বেশ সফল হয়েছিল। আগামী ১১ অগাস্ট মুক্তি পাবে চিনি ২। এছাড়াও বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেও একটি ছবি করার কথা রয়েছে তাঁর।