অবশেষে মিলল মধুমিতার মনের মানুষের খোঁজ, টলি-বলি ছেড়ে কোরিয়ান অভিনেতার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মধুমিতা সরকার (madhumita sarkar), বাংলা বিনোদন জগতের অন‍্যতম সম্ভাবনাময় একজন অভিনেত্রী। ছোটপর্দা দিয়ে সফর শুরু করে জীবনের নানা ওঠাপড়া সামলে আজ এই জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি। তিল তিল করে তাঁর উত্তরণ দেখেছে দর্শকরা। নিজেকে সম্পূর্ণ ভেঙে আবার নতুন ছাঁচে গড়ে তুলেছেন মধুমিতা।

এর প্রভাব বেশ স্পষ্ট তাঁর অভিনয়ে। ছোটপর্দা থেকে বড়পর্দায় পা রেখেছেন তিনি খুব বেশিদিন হয়নি। এক বছরের মধ‍্যেই তিন তিনটি ছবি মুক্তি পেয়েছে তাঁর। তিনটিই বক্স অফিসে সাফল‍্যের ছাপ রেখেছে। অনবরত সামনের দিকেই এগোচ্ছেন মধুমিতা। জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে বলিউড পর্যন্ত পৌঁছে গিয়েছে তাঁর নাম। অভিনেত্রীর একটি ভিডিও লাইক করেছেন খোদ বরুন ধাওয়ান। প্রশংসা পেয়েছেন টলিউডের সহকর্মীদের থেকেও।


অভিনয়শৈলীর সঙ্গে সঙ্গে সৌন্দর্যও যেন নতুন ভাবে ফুটে উঠছে মধুমিতার। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ‍্যা ছুঁয়েছে ১ লক্ষ ৬০ হাজার। নিত‍্য নতুন ফটোশুটে মধুমিতা এখন রোজই রঙিন। ওয়েস্টার্ন থেকে এথনিক যেকোনো লুকেই তাঁর থেকে চোখ ফেরানো দায়। প্রতিটি ছবি, ভিডিওই ভাইরাল মধুমিতার।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও শেয়ার করেছেন মধুমিতা। বিভিন্ন জিনিসের মধ‍্যে একটি পছন্দ করতে দেখা যাচ্ছে তাঁকে। টাকা ও প্রেমের মধ‍্যে প্রেম পছন্দ করলেও তাঁর হৃদয় ভেঙে যায়। অন‍্যদিকে পাহাড় ও সমুদ্রের মধ‍্যে তিনি ঠিকই করে উঠতে পারছেন না কোনটা তাঁর পছন্দ।

https://www.instagram.com/p/CQsVa6JpVQC/?utm_medium=copy_link

কিন্তু দুটো জিনিসের মধ‍্যে নিজের পছন্দটা বেছে নিতে এক মুহূর্তও দেরি করেননি মধুমিতা। গোটা পৃথিবীর থেকেও বেশি তিনি ভালবাসেন একটি মানুষকে। না তিনি টলিউড বা বলিউডের কোনো অভিনেতা নন। এদেশ ছেড়ে মধুমিতার মন পাড়ি দিয়েছে সুদূর দক্ষিণ কোরিয়ায়। সেদেশের একজঞ জনপ্রিয় অভিনেতা লি মিন হোকে (lee min ho) মন দিয়ে বসেছেন অভিনেত্রী। তাই গোটা পৃথিবী আর লি মিন হোর মধ‍্যে কোরিয়ান অভিনেতাকেই বেছে নিয়েছেন মধুমিতা। অনুরাগীদের প্রশ্নের উত্তরেও মধুমিতার জবাব, লি মিন হো তাঁর ভালবাসা।

https://www.instagram.com/reel/CQqfIrkh4rz/?utm_medium=copy_link

প্রসঙ্গত, শেষবার ট‍্যাংরা ব্লুজ ছবিতে দেখা গিয়েছিল মধুমিতাকে। তাঁর বিপরীতে ছিলেন পরমব্রত চট্টোপাধ‍্যায়। বড়পর্দায় তাঁর অভিষেক লভ আজ কাল পরশু ছবির হাত ধরে। অর্জুন চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। এছাড়াও চিনি ছবিতে অপরাজিতা আঢ‍্যর সঙ্গে দেখা গিয়েছিল মধুমিতাকে।

X