বাংলাহান্ট ডেস্ক: টলিউডের ক্রাশ মধুমিতা সরকার (madhumita sarkar)। বড়পর্দায় পা রেখেই লাখো লাখো মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। বাংলা বিনোদন জগতের অন্যতম সম্ভাবনাময় একজন অভিনেত্রী তিনি। ছোটপর্দা দিয়ে সফর শুরু করে জীবনের নানা ওঠাপড়া সামলে আজ এই জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি। তিল তিল করে তাঁর উত্তরণ দেখেছে দর্শকরা। নিজেকে সম্পূর্ণ ভেঙে আবার নতুন ছাঁচে গড়ে তুলেছেন মধুমিতা। এর প্রভাব বেশ স্পষ্ট তাঁর অভিনয়ে।
মঙ্গলবার ছিল মধুমিতার জন্মদিন। সাতাশে পা দিলেন অভিনেত্রী। বয়স বাড়ছে ধীরে ধীরে, আর তা নিয়েই আতঙ্কে মধুমিতা। বয়স মাত্র দু বছরেই থেমে থাকুক, এমনটাই চান তিনি। জন্মদিনের স্পেশ্যাল কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন মধুমিতা্য তার মধ্যে একটিতে তাঁর কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাওয়ার যোগাড় নেটিজেনদের।
২ লেখা একটি বেলুন হাতে নিয়ে ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে হাসছেন মধুমিতা। এমন সময়ে আরেকজন হাতে ৭ লেখা আরেকটি বেলুন নিয়ে হাজির। আর তা দেখেই আঁতকে উঠেছেন মধুমিতা। বারে বারে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিচ্ছেন ৭ কে। কিন্তু বয়স তো থেমে থাকার নয়। তবে ২ এর পিঠে সংখ্যা বাড়লেও মধুমিতা কিন্তু আগের মতোই আবেদনময়ী রয়ে গিয়েছেন, তাতে সন্দেহ নেই।
https://www.instagram.com/reel/CVdlmoFIpeY/?utm_medium=copy_link
নিজের জীবনে তিনি একাই রাজরানী। আর রানীর মতো করেই সেলিব্রেট করা হল তাঁর জন্মদিন। নিজে সাদা গাউনে সেজেছিলেন মধুমিতা। বার্থডে কেকও ছিল তাঁর অনুকরণেই। লাল ও সোনালি বেলুন দিয়ে সাজানো হয়েছিল পার্টি। পোস্টের কমেন্ট বক্সে ভালবাসা উজাড় করে দিয়েছেন নেটিজেনরা।
https://www.instagram.com/p/CVeoQ8_o-yF/?utm_medium=copy_link
https://www.instagram.com/p/CVe1S3cIlG1/?utm_medium=copy_link
মধুমিতা ছোটপর্দা থেকে বড়পর্দায় পা রেখেছেন খুব বেশিদিন হয়নি। এক বছরের মধ্যেই তিন তিনটি ছবি মুক্তি পেয়েছে তাঁর। তিনটিই বক্স অফিসে সাফল্যের ছাপ রেখেছে। অনবরত সামনের দিকেই এগোচ্ছেন মধুমিতা। জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে বলিউড পর্যন্ত পৌঁছে গিয়েছে তাঁর নাম। অভিনেত্রীর একটি ভিডিও লাইক করেছেন খোদ বরুন ধাওয়ান। প্রশংসা পেয়েছেন টলিউডের সহকর্মীদের থেকেও।
https://www.instagram.com/reel/CVfjjiejbTb/?utm_medium=copy_link
অভিনয়শৈলীর সঙ্গে সঙ্গে সৌন্দর্যও যেন নতুন ভাবে ফুটে উঠছে মধুমিতার। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ছুঁয়েছে ১ লক্ষ ৮০ হাজার। নিত্য নতুন ফটোশুটে মধুমিতা এখন রোজই রঙিন। ওয়েস্টার্ন থেকে এথনিক যেকোনো লুকেই তাঁর থেকে চোখ ফেরানো দায়। প্রতিটি ছবি, ভিডিওই ভাইরাল মধুমিতার।