ছোট হট প‍্যান্ট সাদা অন্তর্বাসে মোহময়ী মধুমিতা, একগুচ্ছ বোল্ড ছবি ভাইরাল নেটদুনিয়ায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ছোটপর্দার বেশ জনপ্রিয় নাম ইমন বা পাখী। তাঁকে চেনেন অনেকেই। ধারাবাহিকে এই দুই চরিত্রই বেশ জনপ্রিয় হয়েছিল। সৌজন্যে, মধুমিতা সরকার (madhumita sarkar)। বাংলা টেলিভিশন জগতে দীর্ঘদিন ধরে অভিনয় করছেন তিনি। এতদিনে রীতিমতো পরিচিত মুখ হয়ে উঠেছেন মধুমিতা। কিছুদিন হল টেলিজগতের গণ্ডি পেরিয়ে বড়পর্দায় পা রেখেছেন তিনি। পাশাপাশি নিজের সেই চেনা-পরিচিত ইমেজটাও ঝেড়ে ফেলার চেষ্টা চালাচ্ছেন।
তবে অভিনয়ের পাশাপাশি ফটোশুট করতেও বেশ পছন্দ করেন মধুমিতা। সে কোথাও ঘুরতে গিয়েই হোক বা নিছক কোনো অনুষ্ঠানের জন‍্য, বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলতে বরাবরই বেশ ভালবাসেন অভিনেত্রী। তাঁর ইনস্টা হ‍্যান্ডেলে উঁকি দিলেই দিব‍্যি বোঝা যাবে তা।


কিছু দিন আগেই কয়েকটি ফটোশুট করেছেন মধুমিতা। কালো পোশাকে রীতিমতো মোহময়ী দেখাচ্ছিল তাঁকে। সেই সঙ্গে নিজের প্রথম ট‍্যাটুর এক ঝলকও অনুরাগীদের দেখিয়েছিলেন তিনি। তারকা ফটোগ্রাফার তথাগত ঘোষের ক‍্যামেরাবন্দি হন মধুমিতা। ফটোশুটের ছবিগুলি রীতিমতো ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়।

https://www.instagram.com/p/CC-OJXuJoBo/?igshid=1bd97ztrh5i84

https://www.instagram.com/p/CC7na0kpRme/?igshid=9ruk881nc16i

ফের একবার অনুরাগীদের জন‍্য নতুন ছবি নিয়ে হাজির হলেন মধুমিতা। এবারও বোল্ড রূপেই ধরা দিলেন তিনি। সাদা ছোট হটপ‍্যান্ট, নীল ডেনিম জ‍্যাকেটের খোলা চেন দিয়ে উঁকি দিচ্ছে সাদা অন্তর্বাস। এমন ভাবেই ক‍্যামেরাবন্দি হয়েছেন মধুমিতা।

https://www.instagram.com/p/CDVgnAOpapG/?igshid=b7bp8putjqky

https://www.instagram.com/p/CDY0VePpYRF/?igshid=xardu04tiazp

https://www.instagram.com/p/CDiPvMlJXcY/?igshid=j97ji21vpfyj

এর আগে সুইমিং পুলে উষ্ণতার পারদ চড়াতে দেখা গিয়েছিল মধুমিতাকে। পুরনো হলেও বেশ ভাইরাল হয়েছিল ছবিগুলি। ৬০ হাজারের ওপর লাইক পড়েছিল দুটি ছবিতেই‌।

https://www.instagram.com/p/CDIgmPRp34d/?igshid=13lkl8ysx22fc

https://www.instagram.com/p/CCu8SEzp08H/?igshid=1knf1ojhv7mu9

প্রসঙ্গত, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় অর্জুন চক্রবর্তী ও মধুমিতা সরকার অভিনীত ‘লভ আজ কাল পরশু’। বড়পর্দায় অভিনেত্রী হিসাবে এটাই প্রথম ছবি মধুমিতার। অপরদিকে কমার্শিয়াল হিরো হিসাবে অর্জুনেরও এটাই প্রথম ছবি। তাই ছবির প্রচার হয়েছিল বেশ তোড়জোড় করেই। নিজের নিজের সোশ্যাল মিডিয়া সাইটেও ভাল মতোই ছবির প্রচার করেছিলেন অর্জুন ও মধুমিতা। ছবি মুক্তি পাওয়ার পর ভালই প্রতিক্রিয়া পায় সিনেপ্রেমীদের কাছ থেকে।

X