নজর যেন না লাগে! মঞ্চের মাঝেই ভারতীর বেবি বাম্পে চুমু খেয়ে প্রার্থনা মাধুরীর, ভাইরাল মিষ্টি ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নতুন শোয়ের সমস্ত লাইমলাইট একা কেড়ে নিচ্ছেন কমেডিয়ান ভারতী সিং (Bharti Singh)। নাহ, একটু ভুল হল। তিনি একা নন। তাঁর ভালবাসায় ভাগ বসাচ্ছেন ভারতী ও হর্ষ লিম্বাচিয়ার আসন্ন সন্তানও। ভারতী হলেন দেশের প্রথম অন্তঃসত্ত্বা সঞ্চালিকা। হবু সন্তানকে গর্ভে নিয়েই তিনি দিব‍্যি কাজ করছেন। তাই তাঁর খাতিরদারি তো একটু বেশি হবেই।

‘হুনরবাজ’ নামে একটি নতুন রিয়েলিটি শোতে সঞ্চালকের ভূমিকায় রয়েছেন হর্ষ ভারতীর জুটি। সম্প্রতি সেখানেই অতিথি হয়ে এসেছিলেন মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) ও সঞ্জয় কাপুর। তাঁদের নতুন ওয়েব সিরিজ ‘দ‍্য ফেম গেম’ এর প্রচারে এসেছিলেন দুজনে। সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ভারতীর বেবি বাম্পে চুমু খেয়ে খারাপ নজর থেকে রক্ষা করার কথা বলছেন মাধুরী।


তিন প্রতিযোগীর পারফরম‍্যান্স দেখে মুগ্ধ হয়ে যান অভিনেত্রী। সোজা মঞ্চে উঠে গিয়ে টাকা দিয়ে একটি  রীতির মাধ‍্যমে খারাপ নজর কাটাতে দেখা যায় তাঁকে। পাশ থেকে মজা করে ভারতী আবার সেই টাকাটা চেয়ে বসেন। তখনি ছুটে গিয়ে সঞ্চালিকাকে ছড়িয়ে ধরে তাঁর বেবি বাম্পে চুমু খান মাধুরী। প্রার্থনা করেন, ভারতীরও যেন নজর না লাগে। মাধুরীর কাণ্ডে মুখে হাসি পরিণীতি চোপড়া ও হর্ষের।

সম্প্রতি সেই শোয়ের মঞ্চেই সাধ খাওয়ানো হয় ভারতীকে। তাও আবার তাঁকে সারপ্রাইজ দিয়ে। শোয়ের বিচারকের আসনে রয়েছেন করন জোহর, পরিণীতি চোপড়া, মিঠুন চক্রবর্তীরা। ভারতীর স্বামী হর্ষের সঙ্গে পরিকল্পনা করে তিনজনে মিলে তাঁকে সারপ্রাইজ দেন।

https://www.instagram.com/p/CauiyFnB257/?utm_medium=copy_link

 

চোখ বন্ধ করে ভারতীকে মঞ্চে নিয়ে আসেন হর্ষ। চোখ খুলতেই বিচারকরা ‘সারপ্রাইজ’ বলে চমকে দেন ভারতীকে। করন বলেন, এই প্রথম বার কোনো ভারতীয় রিয়েলিটি শোয়ের মঞ্চে একজন গর্ভবতী সঞ্চালিকার সাধের অনুষ্ঠান হচ্ছে।

হর্ষ আবার মজা করে কটাক্ষ করেন, করন পরিণীতিরা কোনো উপহার ছাড়াই চলে এসেছেন সাধের অনুষ্ঠানে। সঙ্গে সঙ্গে অভিনেত্রী বলে ওঠেন, তিনি সোনার উপহার নিয়ে এসেছেন। যদিও পরে উপহারের বাক্স খুলতেই রেগে আগুন ভারতী। আসলে পরিণীতি সোনার নয়, বরং ঘুমানোর জন‍্য একটি চোখের মাস্ক উপহার নিয়ে এসেছিলেন। মজার ভিডিওটিও বেশ ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

X