টাকা না পেলে শুটিং করবেন না! মাধুরীর জেদ দেখে পরিচালক বনশালির সহায় হন শাহরুখ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শরৎচন্দ্র চট্টোপাধ‍্যায়ের অমর সৃষ্টি ‘দেবদাস’ (Devdas)। বাংলা, হিন্দি দুই ভাষাতেই একাধিক ছবি বানানো হয়েছে এই উপন‍্যাসকে ভিত্তি করে। তার মধ‍্যে শাহরুখ খান (Shahrukh Khan), ঐশ্বর্য রাই এবং মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) অভিনীত ‘দেবদাস’ বেশ হিট হয়েছিল। ৫০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছিল সঞ্জয় লীলা বনশালির এই ছবি, যা সেই সময়ের হিসাবে যথেষ্ট বেশি ছিল।

কিন্তু ছবিটি তৈরির সময় আর্থিক দিক দিয়ে অনেক সমস‍্যার সম্মুখীন হতে হয়েছিল কলাকুশলীদের। কারণ প্রযোজক ভারত শাহের বিরুদ্ধে মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। ফলতঃ তাঁকে বারংবার আদালত আর হাসপাতালের চক্কর কাটতে হয়েছিল।

বনশালি নিজেই একবার জানিয়েছিলেন, প্রযোজক সে সময়ে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন। এদিকে টাকা ফুরিয়ে যায়। এমন পরিস্থিতি হয়েছিল যে অভিনেতা অভিনেত্রীদের পারিশ্রমিক দেওয়ারও ক্ষমতা ছিল না পরিচালকের।

সূত্রের খবর, শাহরুখ ও ঐশ্বর্য দুজনেই পরিস্থিতির গুরুত্ব বুঝে বিনা পারিশ্রমিকেই কাজ করতে রাজি হয়েছিলেন। কিন্তু বেঁকে বসেন ‘চন্দ্রমুখী’ মাধুরী। সে সময়ে এক প্রত‍্যক্ষদর্শী জানান, অভিনেত্রী নিজের ভ‍্যানিটি ভ‍্যানের দরজা আটকে বসেছিলেন।

বকেয়া পারিশ্রমিক না পেলে শুটিং করবেন না, সাফ জানিয়ে দিয়েছিলেন মাধুরী। এদিকে শাহরুখ, ঐশ্বর্য, জ‍্যাকি শ্রফ সহ সকলেই সেটে তাঁর অপেক্ষায়। কিন্তু মাধুরীর এক গোঁ। সেই পারিশ্রমিক আদায় করে তারপরেই সেটে এসেছিলেন অভিনেত্রী।

বনশালি কখনোই জানাননি সেদিন কীভাবে অতগুলো টাকা তিনি জোগাড় করেছিলেন। তবে কানাঘুঁষো শোনা যায়, পরিচালকের সাহায‍্যে এগিয়ে এসেছিলেন খোদ কিং খান। তবে দেবদাসের পর থেকে আর কোনোদিন মাধুরীর সঙ্গে কাজ করেননি সঞ্জয় লীলা বনশালি।

সম্পর্কিত খবর

X