বাংলা হান্ট ডেস্কঃ এ বছরের শুরুর দিকের ঘটনা। রামনবমী (Ram Navami) উপলক্ষ্যে একটি মিছিলকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসীদের সম্পত্তি ভাঙচুর থেকে শুরু করে লুট চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মধ্যপ্রদেশে (Madhya pradesh)। এই ঘটনায় প্রশাসনের তরফ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অভিযুক্তদের বাড়ি পর্যন্ত ভেঙে দেওয়া হয়। আর এবার এই ঘটনায় ১২ বছর বয়সী এক নাবালকের কাছে প্রায় তিন লক্ষ টাকা জরিমানা করে বসল সরকার। তাদের এই পদক্ষেপের বিরুদ্ধে ইতিমধ্যে নিন্দায় সরব হয়েছে একাধিক মহল।
উল্লেখ্য, গত ১০ ই এপ্রিল মধ্যপ্রদেশের খারগোন জেলায় রামনবমী মিছিলকে কেন্দ্র করে বাঁধে উত্তেজনা। এক্ষেত্রে কয়েকজন দুষ্কৃতী মিছিলটিকে লক্ষ্য করে পাথর ছুড়লে পরবর্তীতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ফলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এমনকি, এই পরিস্থিতিতে ১৪৪ ধারা পর্যন্ত জারি করতে হয়। উক্ত ঘটনায় ১৭০ জনের নামে এফআইআর দায়ের করার পাশাপাশি অভিযুক্তদের বাড়ি ভেঙে দেয় প্রশাসন।
এবার এই মামলায় অষ্টম শ্রেণীর এক নাবালকের বিরুদ্ধে অভিযোগ উঠতে কঠোর পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। তার বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগে প্রায় তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ, রামনবমীর মিছিল চলার সময় একাধিক এলাকায় হিংসার ঘটনা ঘটে। এক্ষেত্রে এক মহিলার পরিবারের সম্পত্তি নষ্ট করার অভিযোগ উঠেছে অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে। এছাড়াও অন্যান্য স্থানীয়রাও তার বিরুদ্ধে এহেন অভিযোগ এনেছে বলে খবর।
একইসঙ্গে ওই কিশোরের বাবাকে ৫ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে। কালু খান নামে পেশায় দিনমজুর ওই ব্যক্তি বলেন, “আমাদের ওপর অন্যায় ভাবে দোষ দেওয়া হচ্ছে। আমার ছেলে নাবালক। যেদিনের ঘটনা নিয়ে আমাদের দোষ দেওয়া হয়েছে, সেদিন আমরা পরিবারের সকলে ঘুমিয়ে ছিলাম। এই ঘটনার যেন সঠিক বিচার হয়।”
পাশাপাশি মধ্যপ্রদেশ সরকারের সমালোচনায় সরব হয়েছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তাঁর দাবি, “১২ বছর বয়সী নাবালককে মধ্যপ্রদেশ সরকার দ্বারা জরিমানা করা হয়েছে। সংখ্যালঘুদের প্রতি ঘৃণা এতটাই বেড়ে গিয়েছে যে, শিশুদের পর্যন্ত জরিমানা করা হচ্ছে।”