ব্রেকিং খবরঃ হাঙ্গামার কারণে আগামী ২৬ মার্চ পর্যন্ত স্থগিত হল মধ্যপ্রদেশ বিধানসভা!

বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশে (Madhya Pradesh) রাজনৈতিক উথালপাতালের মধ্যে বিধানসভার কার্যবাহি শুরু হয়। রাজ্যপাল লালজি টন্ডন (Lalji Tandon) বিধানসভায় নিজের ভাষণ সম্পূর্ণ করতে পারলেন না। উনি বিধায়কদের বলেন, সবাই শান্তিপূর্ণ ভাবে যেন নিজেদের দায়িত্ব পালন করে। শক্তি পরীক্ষণ নিয়ে এখনো সাসপেন্স বজায় আছে। আরেকদিকে, মুখ্যমন্ত্রী কমলনাথ রাজ্যপালকে চিঠি লিখে ফ্লোর টেস্ট না করানোর দাবি করেছিলেন। বিধায়কদের হাঙ্গামার কারণে আগামী ২৬ মার্চ পর্যন্ত বিধানসভা স্থগিত করা হয়।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ রাজ্যপালকে চিঠি লিখে আস্থা ভোট স্থগিত করার দাবি করেছিলেন। উনি জানান, বর্তমান পরিস্থিতিতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা অগণতান্ত্রিক।

রবিবার রাত দুটো নাগাদ হরিয়ানা থেকে বিজেপির ১০০ এর বেশি বিধায়ক ভোপাল পৌঁছেছেন। তাঁদের সবাইকে আমৌর গ্রিন হোটেলে রাখা হয়েছিল। ওই হোটেলে ৫৪ টি কামরা আছে। সোমবার সকালে প্রায় ৮ঃ৩০ নাগাদ মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিজেপির বিধায়কদের সাথে দেখা করার জন্য হোটেলে যান।

এরপর বিজেপির নেতা গোপাল ভার্গব আর নরোত্তম মিশ্রাও সেখানে যান। তিন নেতা হোটেলে বিধায়কদের সাথে দেখা করেন আর বিধানসভায় হওয়া ফ্লোর টেস্ট নিয়ে রণনীতি প্রস্তুত করেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর