বড় খবরঃ করোনায় আক্রান্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান

বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। ইনি নিজেই ট্যুইট করে এই খবর দেন। মুখ্যমন্ত্রীর সংস্পর্শে আসা সবাই করোনার পরীক্ষা করিয়েছেন। এর সাথে সাথে তাঁরা সতর্কতা অবলম্বন করে নিজেদের কোয়ারেন্টাইন করেছেন।  মুখ্যমন্ত্রী শিবরাজ সিং ট্যুইট করে লেখেন, ‘আমার প্রিয় রাজ্যবাসি, আমার মধ্যে করোনার লক্ষণ পাওয়া গেছিল, টেস্টের পর আমার রিপোর্ট পজেটিভ এসেছে। আমার সব সঙ্গীদের আবেদন করছি যে, আমার সংস্পর্শে যারা যারা এসেছিল, তাঁরা যেন নিজের করোনার টেস্ট করিয়ে নেন। আমার সংস্পর্শে আসা সবাই যেন নিজেদের কোয়ারেন্টাইন করে।”

উনি বলেন, আমি করোনার গাইডলাইন পালন করছি। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী নিজেকে কোয়ারেন্টাইন করেছি আর চিকিৎসা করাচ্ছি। আমি রাজবাসীর কাছে আবেদন করছি যে, তাঁরা যেন সবাই সতর্ক থাকে, একটি অসাবধানতা করোনাকে আমন্ত্রণ জানাবে।”

উনি বলেন, আমি করোনা থেকে সাবধান থাকার যথা সম্ভব প্রচেষ্টা চালিয়েছি। কিন্তু নানারকম সমস্যার সন্মুখিন হওয়ার মানুষদের কাছে যেতে হয়েছিল। আমি তাঁদের সবাইকে বলছি যে, যারা আমার সাথে এই কদিনে সাক্ষাৎ করেছেন, তাঁরা সবাই নিজের পরীক্ষা করিয়ে নিন। মুখ্যমন্ত্রী বলেন, করোনার কারণে ঘাবড়ানোর দরকার নেই। সময় মতো চিকিৎসা হলে করোনা সেরে ওঠে। আপনাদের জানিয়ে দিই, এই প্রথম দেশের কোন মুখ্যমন্ত্রী শরীরে করোনা ধরা পড়ল।


Koushik Dutta

সম্পর্কিত খবর