বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মুখ্যমন্ত্রী কমলনাথের (kamalnath) নেতৃত্বে চলা কংগ্রেসের (Congress) সরকারের উপর সঙ্কটের বাদল ঘনীভূত হয়েছে। কারণ, কংগ্রেসের চার নিখোঁজ বিধায়কদের মধ্যে এক বিধায়ক হরদীপ সিং ডাং (Hardeep Singh Dang) বিধানসভার সদস্যতা থেকে ইস্তফা দিয়ে দিলেন। উনি নিজের ইস্তফা বিধানসভার স্পীকার এনপি প্রজাপতিকে পাঠিয়েছেন।
Madhya Pradesh Congress MLA Hardeep Singh Dang has tendered his resignation from the post of Member of Legislative Assembly. (file pic) pic.twitter.com/sKqGi34YYX
— ANI (@ANI) March 5, 2020
বিধানসভার সভাপতিকে পাঠানো ইস্তফা পত্রে ডাং বলেন, দ্বিতীয় বার বিধায়ক হওয়ার পরেও দলে আমাকে নজরআন্দাজ করা হচ্ছে। উনি নিজের চিঠিতে লেখেন, রাজ্যের কোন মন্ত্রীই কাজ করতে চাইছে না। কারণ তাঁরা একটি দুর্নীতিগ্রস্ত সরকারে অংশ।
ডাং এর ইস্তফা দেওয়ার পর বিজেপির রাজ্য সভাপতি বিডি শর্মা বলেন, এটা স্পষ্ট যে কংগ্রেস সরকারে নিজের দলের নেতাদেরই সমস্যার মধ্যে ফেলছে। এটা দেখে স্পষ্ট যে, দুর্নীতিগ্রস্ত কংগ্রেস সরকারের অবস্থা শোচনীয় আর এই সরকার খুব শীঘ্রই ভেঙে পড়তে চলেছে।
VD Sharma, Madhya Pradesh BJP Chief: It shows that in the present state govt of Congress, their own party leaders are being harassed. It reflects upon the miserable situation of the corrupt Congress govt which is going to meet its end soon. https://t.co/mnHKrOizfe pic.twitter.com/RJkcnzMXje
— ANI (@ANI) March 5, 2020
বিজেপির রাজ্য সভাপতি কংগ্রেসের সরকারের উপর সৎ এবং নিষ্ঠাবান আধিকারিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ করেছেন। উনি বলেছেন, কংগ্রেস সরকার রাজ্যের সমস্ত সৎ আধিকারিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সরকারের কথা মতো কাজ না করলে তাঁদের শাস্তি দেওয়া হচ্ছে। উনি বলেন, সরকারের বিরুদ্ধে আওয়াজ তুললে আধিকারিকদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে।