ব্যাঙ্কে কোটি টাকার জালিয়াতি! গ্রেফতার প্রাক্তন ভারতীয় উইকেট রক্ষকের বাবা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ব্যাঙ্কের সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ভারতের প্রাক্তন উইকেটরক্ষকের বাবার বিরুদ্ধে। মুলতাই পুলিশ এই অভিযোগে গ্রেপ্তার করেছে উইকেটরক্ষক নমন ওঝার বাবা বিনয় ওঝাকে। ৯ বছর আগে ২০১৩ সালে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের জৌলখেদা শাখা থেকে ২০০০ কোটির বেশি টাকা আত্মসাৎ করেছিলেন তিনি, এমনটাই অভিযোগ৷ এতদিন এই মামলায় অভিযুক্ত বিনয় পলাতক ছিলেন। সম্প্রতি পুলিশ তাকে আটক করে আদালতে হাজির করে।

এখন অবধি পাওয়া খবর অনুযায়ী ২০১৩ সালে, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র শাখা জৌলখেদাতে পোস্টিং হওয়া ব্যাঙ্ক ম্যানেজার অভিষেক রত্নম এই আর্থিক কেলেঙ্কারির ষড়যন্ত্র করেছিলেন। কিন্তু রত্নমের বদলির পরে সেই বছরেই বিনয় ওঝা, অন্য একজনের সাথে ষড়যন্ত্র করে মোট ৩৪টি জাল অ্যাকাউন্ট খোলেন। এরপর তাদের ওপর কেসিসি ঋণ স্থানান্তর করে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেয়। এই সময়ে বিনয় ওঝা ব্যাঙ্কে শাখা ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।

এরপর প্রাক্তন ব্যবস্থাপক অভিষেক রত্নম, বিনোদ পাওয়ার, হিসাবরক্ষক নীলেশ চলত্রে এবং দিনানাথ রাঠোরের সাথে মিলে গোটা টাকা ভাগ করে নেন বিনয়। সঙ্গে সঙ্গে এই হিসাবের গড়মিল ধরা পড়েনি। প্রায় এক বছর পরে, ব্যাঙ্কের নতুন শাখা ব্যবস্থাপক রীতেশ চতুর্বেদী ব্যাপারটি লক্ষ্য করে থানায় অভিযোগ করেন। অভিযোগ ছিল যে, ভুয়ো নাম ও ছবির ভিত্তিতে কিষাণ ক্রেডিট কার্ড বানিয়ে ব্যাঙ্ক থেকে টাকা তোলা হয়েছে। অভিযুক্তরা মৃত মানুষদের নামে একটি অ্যাকাউন্ট খুলে টাকা তোলে। এর পাশাপাশি অন্য কৃষকদের নামে কেসিসি করেও টাকা তোলা হয়।

তদন্তের পর, পুলিশ প্রত্যেক অভিযুক্তকে গ্রেপ্তার করে। কিন্তু মামলাটি দায়ের হওয়ার পর থেকেই পলাতক ছিলেন নমন ওঝার পিতা। এই সোমবারেই যাকে খুঁজে পেয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হয়। যেখান থেকে বিনয় ওঝাকে একদিনের পুলিশ রিমান্ডে পাঠায় আদালত।

Reetabrata Deb

সম্পর্কিত খবর