বড় খবরঃ আর কিছুক্ষণের মধ্যেই বিজেপিতে যোগ দিচ্ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

বাংলা হান্ট ডেস্কঃ কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) আর ওনার সাথে ২২ জন বিধায়ক ইস্তফা দেওয়ার পর রাজ্যে কমলনাথ (Kamal Nath) সরকারের সঙ্কট বাড়িয়ে দিয়েছে। মঙ্গলবার রাজ্যে রাজনৈতিক সঙ্কট সৃষ্টি হওয়ার পর মুখ্যমন্ত্রী কমলনাথ রাজ্যের ছয়জন বিধায়ককে রাজ্যপালের কাছে চিঠি লিখে বরখাস্ত করার দাবি করেছিলেন।

যদিও রাজ্যপালের তরফ থেকে মুখ্যমন্ত্রী কমলনাথের ওই চিঠি নিয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে মঙ্গলবার সকালে যখন গোটা দেশে হোলি পালন হচ্ছিল, তখন সিন্ধিয়া বিজেপির বরিষ্ঠ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সাথে সাক্ষাৎ করেন।

আরকদিকে রাজ্যে রাজনৈতিক অস্থিরতার মধ্যে কংগ্রেসের বিধায়ক অর্জুন সিং কাকোড়িয়া বলেন, রাজ্যে কংগ্রেসের সরকার ছিল আর থাকবে। কমলনাথকে কেও মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে পারবে না। ১৬ তারিখ দেখা যাবে যে, কংগ্রেসের কাছে যত নাম্বার ছিল, সেটাই থাকবে। সবাই ফিরে আসবে। উনি বলেন, সিন্ধিয়া পরিবারের এটা পুরনো ইতিহাস, ওঁরা জনসঙ্ঘ পরিবারের মানুষ একা গিয়ে কিছুই করতে পারবে না। এখন রাজা মহারাজার দিন না।

আরেকদিকে খবর পাওয়া যাচ্ছে যে, গতকাল কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার পর আজ দুপুর ১২ঃ৩০ নাগাদ বিজেপিতে যোগ দিতে চলেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

Koushik Dutta

সম্পর্কিত খবর