ইদের অনুষ্ঠানে হিন্দু মেয়েদের হিজাব পরিয়ে নাচ! শিক্ষকের কাণ্ডে তুলকালাম, মিলল কড়া শাস্তি

   

বাংলা হান্ট ডেস্ক: ইদের অনুষ্ঠানে ছাত্রীদের হিজাব পরিয়ে নাচ! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গুনার একটি বেসরকারি স্কুলে। আর এই ছবি প্রকাশ্যে আসার পরই তোলপাড় শুরু হয়েছে। স্কুলে হিন্দু মেয়েদের হিজাব পরানোর অভিযোগ উঠেছে।

গুনার ক্যান্ট এলাকায় অবস্থিত প্রিন্স পাবলিক স্কুলে গত ২৭ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে হিজাব পরিয়ে ছোট মেয়েদের ইসলামিক (Islamic) গানে গাইতে এবং নাচতে দেখা যায়। গান গাইবার সময় এবং নাচের সময়ও তাদের অঙ্গভঙ্গি ছিল নমাজ পড়ার মতো। মঞ্চের সামনে অন্যান্য পড়ুয়াদের দেখা যায়। যে সমস্ত পড়ুয়ারা গান গেয়েছে এবং নেচেছে তাদের মধ্যে হিন্দু মেয়েরাও রয়েছে বলে অভিযোগ হিন্দু (Hindu) সংগঠনের।

এই নিয়ে এবিভিপি (ABVP) কর্মীরা বলেছেন, যে সমস্ত মেয়েকে মঞ্চে দাঁড় করানো হয়েছিল তাদের মধ্যে হিন্দুরাও ছিল। তাও তাদের বোরখা এবং হিজাবের মধ্যে পোশাক পরানো হয়েছিল। সেই সময় কাওয়ালি গানও ছাড়া হয়েছিল।

সেই ভিডিও ভাইরাল হতেই স্কুলে পৌঁছে প্রতিবাদে সোচ্চার হয়। হিন্দু সংগঠনগুলি স্কুলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষোভ দেখে স্কুল (School) প্রশাসন তাদের কাছে ক্ষমা চায় এবং ভবিষ্যতে এই ধরনের কোনও অনুষ্ঠানের আয়োজন করা হবে না বলে আশ্বাস দেওয়া হয় তাদের তরফে। পাশাপাশি অখিল ভারতী বিদ্যার্থী পরিষদের তরফে প্রশ্ন তোলা হয়, কয়েকদিন আগে যে গণেশ চতুর্থী হয়েছে সেখানে এই ধরনের অনুষ্ঠান কেন পালন করা হয়নি?

hijab

এদিকে ওই অনুষ্ঠানের আয়োজনকারী শিক্ষক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সরিয়ে দিয়েছে বিদ্যালয়ের প্রশাসন। উল্লেখ্য, মাস দুয়েক আগে মধ্যপ্রদেশেরই এক স্কুলে পড়ুয়াদের গায়েত্রী মন্ত্র (Gayatri Mantra) জপে বাধা দিয়েছিলেন এক শিক্ষক। এবার ফের হিন্দুদের উপর আঘাত হানার অভিযোগ উঠল।

Avatar
Monojit

সম্পর্কিত খবর