বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মুখ্যমন্ত্রী কমলনাথ (Kamal Nath) আর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার (Jyotiraditya Scindia) মধ্যে মতবিরোধ থামার নামই নিচ্ছে না। আরও একবার সিন্ধিয়া রাস্তায় নামার বয়ান নিয়ে কায়েম থাকার কথা বলেন। আরেকদিকে ইন্দোরের বিজেপি বিধায়ক রমেশ মেন্ডোলা (Ramesh Mendola) জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে সাহস আর শক্তি বজায় রাখার জন্য ইন্দোরে আয়োজিত হনুমান প্রাণ প্রতিষ্ঠা সমারোহে আমন্ত্রণ জানানর জন্য চিঠি লিখেছেন।
ইন্দোরের দুই বিধায়ক রমেশ মেন্ডলা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আর কমলনাথের মধ্যে চলা শান্তি যুদ্ধকে কটাক্ষ করে হনুমানজির অষ্টধাতু দিয়ে নির্মিত প্রতিমা স্থাপিত সমারোহে আমন্ত্রণ জানান। উনি সিন্ধিয়াকে লেখা চিঠিতে লেখেন, কংগ্রেসের প্রতিশ্রুতি মনে করিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী কমলনাথ মিডিয়া আর সার্বজনীন ভাবে আপনার সাথে যেমন ব্যবহার করেছে, ওটা খুবই দুঃখজনক।
এই দুঃখের সময় আপনাকে শক্তি আর সাহস দেবে হনুমান জি। এই চিঠির মাধ্যমে আপনাকে ইন্দোরে শ্রী পিতেশ্বর হনুমান ধামের প্রাণ প্রতিষ্ঠা সমারোহে আমন্ত্রণ জানাই। রমেশ আরও লেখেন, আপনার দুঃখ আমি বুঝতে পারছি। হনুমানজি কলিযুগেও জাগ্রত দেবতা। হনুমানজি সবাইকে সঙ্কট মুক্ত করবে।
উল্লেখ্য, কমলনাথ আর সিন্ধিয়ার মধ্যে চলা বাক যুদ্ধ নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও কটাক্ষ করে বলেন, এটা সরকার না সার্কাস? একজন বলছে রাস্তায় নামব আর একজন বলছে নেমা যাও … ইন্দোরে ১৪ ফেব্রুয়ারি শুরু হওয়া হনুমান জির প্রাণ প্রতিষ্ঠা সমারোহ ৩রা মার্চ পর্যন্ত চলবে। আর এই অনুষ্ঠানের জন্যই বিজেপি বিধায়ক সিন্ধিয়াকে আমন্ত্রণ জানিয়েছেন।