বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি দেশে বেশ কয়েকটি রাজ্যে উপনির্বাচন হোক কিংবা পুরভোট, বিজেপির (BJP) জয়ধারা অব্যাহত রয়েছে। সেই ধারা বজায় রেখে এবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) পুরভোটেও দেখা গেল গেরুয়া ঝড়।
এদিন রাজ্যে মোট ১১ টি পুরনিগমের ফলাফল ঘোষণা করা হয়, যেখানে সাতটিতে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি। অপরদিকে, কংগ্রেস তিনটি এবং আম আদমি পার্টি একটি আসন নিজেদের দখলে রেখেছে। বিজেপির দাবি অনুযায়ী, ৩৬ টি নগর পালিকার মধ্যে তাদের ঝুলিতে গিয়েছে ২৭ টি এবং বাকি চারটি আসনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে কংগ্রেস। বাকি পাঁচটি আসনে কোন দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এদিন পুরনিগম এবং নগর পালিকার পাশাপাশি ৮৬ টি নগর পরিষদের ফলাফল ঘোষণা করা হয়। যেখানে ৬৪ টি নগর পরিষদ বা সিটি কাউন্সিলে জয়ের ধারা অব্যাহত রাখে বিজেপি। অপরদিকে, কংগ্রেস পায় ১৭ টি এবং পাঁচটিতে কোনো ফলাফল আসেনি।
পরিসংখ্যান অনুযায়ী, মধ্যপ্রদেশের পুরভোটে বড় শহরগুলিতে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে। এক্ষেত্রে বিজেপি এবং কংগ্রেস কেউই একে অপরকে এক ইঞ্চিও জায়গা ছাড়েনি। ভোপাল এবং ইন্দোরের মতো স্থানে বিজেপি জয়লাভ করেছে। এক্ষেত্রে লড়াই হলেও শেষ পর্যন্ত পরাজয় স্বীকার করে কংগ্রেস। অবশ্য অপরদিকে জব্বলপুর এবং গোয়ালিয়ারে প্রতিদ্বন্দ্বী বিজেপিকে পরাজিত করে তারা। উল্লেখ্য, ৫৭ বছর পর গোয়ালিয়রে প্রথমবারের জন্য পরাজয়ের মুখ দেখল বিজেপি।
পরিসংখ্যান অনুযায়ী, মধ্যপ্রদেশে ১১ টি পুরনিগম আসনের মধ্যে বিজেপির দখলের কাছে ৭ টি। এক্ষেত্রে উজ্জয়িনী, খান্ডোয়া, বুরহানপুর, সাগর, ইনদওর, ভোপাল এবং সাতনা এলাকা বিজেপি নিজেদের দখলে নিয়েছে। কংগ্রেসের দখলে গিয়েছে ভোপাল, ছিন্দওয়াড়া এবং জব্বলপুর। এক্ষেত্রে সিংগ্রাউলি পুরনিগম জয়ের মাধ্যমে মধ্যপ্রদেশে প্রথমবারের জন্য নিজেদের খাতা খুলেছে আম আদমি পার্টি।