বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশের (Madhya Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং অভিযোগ করেন বলেন যে, বিজেপি (BJP) তাঁদের বিধায়কদের কেনার চেষ্টা করছে। এরপরেই রাজ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। কংগ্রেসের (Congress) তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে, বিজেপি তাঁদের আর বহুজন সমাজ পার্টির বিধায়কদের বন্দি করে রেখেছে। সুত্র অনুযায়ী, কংগ্রেসের তিন আর এক নির্দলীয় বিধায়ককে ব্যাঙ্গালুরু নিয়ে যাওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে কংগ্রেসের নেতা দিগ্বিজয় সিং ট্যুইট করে লেখেন, বিজেপির নেতা ভুপেন্দ্র সিং বহুজন সমাজ পার্টির থেকে বহিষ্কৃত বিধায়ক রমাবাইকে নিয়ে চাটার্ড প্লেনে দিল্লী গেছেন। যদিও, রমাবাই এর স্বামী গোবিন্দ বলেন, তাঁর স্ত্রী তাঁর মেয়ের সাথে দেখা করতে দিল্লী গেছেন। এরপর মঙ্গলবার রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের দিল্লী যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই রাজ্যে রাজনইতিক তরজা শুরু হয়ে যায়।
আনন-ফাননে মঙ্গলবার রাতে কংগ্রেসের মন্ত্রী জিতু পটওয়ারি আর জয়বর্ধন সিংকে দিল্লীতে পাঠায়। পটওয়ারি বলেন, তাঁদের হোটেল পৌঁছানর আগেই সমস্ত বিধায়কদের অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয়েছে। উনি বলেন, শুধুমাত্র রমাবাইকেই হোটেলের বাইরে দেখতে পারি আমরা।
আরেকদিকে দিগ্বিজয় সিং অভিযোগ করে বলেছেন যে, বিজেপির নেতা তথা প্রাক্তন মন্ত্রী রামপাল সিং নরোত্তম মিশ্রা, সঞ্জয় পাথক আর অরবিন্দ ভদৌরিয়া কংগ্রেসের নেতাদের কেনার চেষ্টা করছে। বিজেপির কবজায় কংগ্রেসের ছয় বিধায়কের সাথে মত ১০ থেকে ১১ জন বিধায়ক আছে। উনি এও বলেন যে, আমাদের ছয়জন বিধায়ক ফেরত আসতে চাইছে, কিন্তু বিজেপি আসতে দিচ্ছে না। কংগ্রেস এই নিয়ে আজকে প্রেস কনফারেন্স করবে।