কমলনাথ সরকার জনতাকে ধোঁকা দিয়েছে, কাল সত্যের জয় হবে! সুপ্রিম কোর্টের নির্দেশের পর বললেন শিবরাজ সিং

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সঙ্কট নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। বিজেপির নেতা শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan) বলেন, আমরা আদালতের সিদ্ধান্তকে সন্মান জানাচ্ছি। সত্যমেব জয়তে। কাল সত্যের জয় হবে।

উনি আরও বলেন, সংখ্যাগরিষ্ঠতা হারানো সরকারের পতন হবে। এটা শুধু সংখ্যাগরিষ্ঠতা হারানোই সরকার না, এটা জনতাকে ধোঁকা দেওয়া সরকার। মুখ্যমন্ত্রী কমলনাথ মানুষকে ধোঁকা দিয়েছেন। আজ অন্যায়ের পরাজয় হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা আমাদের সাথে আছে। নতুন সরকার গড়ার রাস্তা পরিস্কার। বিজেপির দুর্গ মজবুত।

সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্য বিজেপির সভাপতি বিডি শর্মা বলেন, আমরা আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের পর এই সরকারের পতন হবে। আরেকদিকে, বিধানসভায় প্রতিপক্ষ নেতা তথা বিজেপির বিধায়ক গোপাল ভার্গভ বলেন, আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আস্থা ভোটে সবকিছু পরিস্কার হয়ে যাবে।

আপনাদের জানিয়ে দিই, আজ মধ্যপ্রদেশ (Madhya Pradesh) সঙ্কট নিয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, কাল বিকেল পাঁচটার মধ্যে যেন আস্থা ভোট করানো হয়। বিকেল পাঁচটার মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করার আদেশ দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে যে, আস্থা ভোটের যেন ভিডিও করানো হয়।

 

সম্পর্কিত খবর

X