“দিদি তো বলেইছে সব পাশ”…মিলছে স্বস্তি, পার্টিমুডে মাধ্যমিক পরীক্ষার্থী ও মায়েরা

   

বাংলাহান্ট ডেস্ক : সবেমাত্র শেষ হয়েছে মাধ্যমিক (Madhyamik Pariksha)। জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা শেষ হওয়ার আনন্দে মেতে উঠেছে দশম শ্রেণীর পড়ুয়ারা (Students)। আর সেই আনন্দঘন মুহূর্তের ছবি ধরা পড়ছে বিভিন্ন স্কুলে। পরীক্ষা শেষ হওয়ায় পরীক্ষার্থীদের পাশাপাশি স্বস্তি পেয়েছেন অভিভাবক-অভিভাবিকারাও। আর সেই কারণেই বহু স্কুলেই শুরু হয়েছে দেদার আবির খেলা। তবে, এসবের মধ্যেই খবরের শিরোনামে উঠে এসেছে উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) দত্তপুকুর কাশিমপুর বালিকা বিদ্যালয়।

এখন প্রশ্ন হল ঠিক কী ঘটেছে সেই স্কুলে ? মাধ্যমিক শেষ হতেই এক্কেবারে ‘পার্টি মুডে’ দেখা গিয়েছে সেই স্কুলের পড়ুয়াদের। তবে ছাত্রীদের মায়েরাও কোন অংশে কম যান না। এমনকি , পরীক্ষার ফলাফল নিয়েও তারা যেন বেশ খানিকটা নিশ্চিন্ত। বলা বাহুল্য, অন্যান্যবার পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষার্থীদের উৎসাহ থাকলেও এবারের উদ্দীপনা যেন বেশ খানিকটা আলাদা। তবে, এবারে এত উচ্ছ্বাসের কারণ অবশ্য খোলসা করেন এক অভিভাবিকারা।

এক পরীক্ষার্থীর মায়ের কথায়, ‘দিদি আছে যখন সবাই পাশ। আজ থেকে পার্টি হবে, ফুল মস্তি।’
এখানেই শেষ নয় পাশাপাশি ওই অভিভাবিকা আরোও বলেন, ‘আজ পরীক্ষা শেষ আর দেড় মাস পড়তে হবে না। দেড় মাস ধরে চলবে হইহুল্লোড়। এখন থেকেই পার্টি শুরু হয়ে গিয়েছে। মেয়েদের আলাদা টিম আর আমাদের আলাদা টিম। আমাদের মোট ১২ জন রয়েছে। এখন থেকেই এই পার্টি শুরু হয়ে গেল। ঘোরাফেরা, খাওয়া-দাওয়া এইসব চলবে।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে তিনি জানান, “দিদি তো বলেইছে পাশ। ফেল বলে কিছুই নেই। সব পাশ।”

পাশাপাশি ওই স্কুলের অভিভাবিকাদের যে টিম রয়েছে তাদের তরফ থেকে জানানো হয়, “যারা প্রথম, দ্বিতীয় এসব হয় তারা কারো সঙ্গে মিশতে পারে না। আমাদের ওসব নেই। মেয়েরা পাশ করলেই হবে। চাকরি করতে হবে এর কোন মানে নেই। অন্যান্য বিভিন্ন পথ রয়েছে। এবার পার্টি হবে, পিকনিক হবে, মুভি দেখা হবে, যাকে ফলে ফুল মস্তি।” সব মিলিয়ে অভিভাবিকার কথায় যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে শিক্ষা ব্যবস্থার ছবিই ধরা পড়ল।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর