মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর! টেস্ট পরীক্ষা নিয়ে নয়া আপডেট! ঝটপট জানুন

বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে দুর্গাপুজো শেষ! ছুটি কাটিয়ে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে জীবন। মাধ্যমিক (Madhyamik Exam), উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের আবার টেস্ট পরীক্ষা আসন্ন। রিপোর্ট বলছে, শীঘ্রই হয়তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। এই নিয়ে এখন চিন্তায় আছেন বহু পরীক্ষার্থী।

  • মাধ্যমিক (Madhyamik Exam)-উচ্চ মাধ্যমিকের টেস্ট নিয়ে নয়া আপডেট!

এমনিতে এই বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ধরণ বদলে যেতে চলেছে। বার্ষিক একটি পরীক্ষা নয়, বরং এই বছর থেকেই একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় (Higher Secondary Exam) চালু হতে চলেছে সেমিস্টার পদ্ধতি। অর্থাৎ একটির পরিবর্তে বছরে দু’টি করে পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। এই বিষয়টাও ভাবাচ্ছে অনেককে।

আসলে সময়ের সঙ্গে পরিবর্তন অনিবার্য। সব ক্ষেত্রেই এই পরিবর্তন চোখে পড়ে। শিক্ষাও ব্যতিক্রম নয়। বাংলা তো বটেই, জাতীয় স্তরের শিক্ষা ব্যবস্থাতেও ব্যাপক বদল আসছে। সেই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে ছাত্রছাত্রীদের।

আরও পড়ুনঃ চন্দ্রচূড় অতীত! সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন সঞ্জীব খান্না! আসল পরিচয় মাথা ঘুরিয়ে দেবে

যে কোনও শিক্ষার্থীর জীবনের প্রথম দু’টি বড় পরীক্ষা হিসেবে গণ্য করা হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিককে। প্রথমবার স্কুলের বাইরে গিয়ে পরীক্ষা দেওয়া, খানিক চাপ অনুভব করেন অনেকেই। তবে এই দুই পরীক্ষায় বসার আগে প্রত্যেক শিক্ষার্থীকেই টেস্ট পরীক্ষায় (Test Exam) বসতে হয়। ভিন্ন কোনও বিদ্যালয় নয়, বরং হোম সেন্টারে এই পরীক্ষা দিতে হয়।

Madhyamik exam

তবে নিজের স্কুলে পরীক্ষা দেওয়া মানে এই পরীক্ষায় চাপ কম এমনটা মোটেই নয়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক (Madhyamik Exam) পরীক্ষা যেমন গুরুত্বপূর্ণ তেমনই এই পরীক্ষারও গুরুত্ব অনেকখানি। টেস্ট পরীক্ষার ফলাফল দেখে অনেকসময় আঁচ করা যায় মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে ওই পড়ুয়ার রেজাল্ট কেমন হতে চলেছে। শোনা যাচ্ছে, পুজো মিটতেই এই পরীক্ষা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আপাতত সেই অপেক্ষাতেই রয়েছেন ছাত্রছাত্রীরা।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর