নজিরবিহীন রেকর্ড! মাধ্যমিকে প্রথমস্থান অর্জন করল ৭৯ জন ছাত্র-ছাত্রী

বাংলা হান্ট ডেস্কঃ করোনার জেরে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি নিতে চায়নি রাজ্য সরকার যার জেরে অনেক আলোচনার পর শেষ পর্যন্ত বাতিল করা হয়েছিল মাধ্যমিক (Madhyamik exam) উচ্চমাধ্যমিক (higher secondary exam) পরীক্ষা। ফলাফল প্রকাশের জন্য নির্মিত হয়েছিল বিকল্প পদ্ধতিও। বিকল্প পদ্ধতি অনুসারে মঙ্গলবার সকাল নটায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Gangopadhyay) ফলাফল ঘোষণা করেন। গতবছর যেখানে পাশের হার ছিল ৮৬.৩৪% সেখানে এবার সমস্ত রেকর্ড ভেঙে পাশের হার ১০০%।

শুধু তাই নয় আরও অনেক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে আজ। এই প্রথমবার মাধ্যমিকে একই সঙ্গে প্রথম স্থান দখল করেছে ৭৯ জন পরীক্ষার্থী। প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৭০০ এর মধ্যে ৬৯৭। এই প্রথমবার ফার্স্ট ডিভিশন প্রাপ্তির ক্ষেত্রেও রেকর্ড তৈরি হয়েছে কারণ ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে প্রায় ৯০% পরীক্ষার্থীই।

করোনা আবহে পরীক্ষা না হয় নম্বর দিয়ে যথেষ্ট চিন্তা ছিল ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের। রেজাল্ট সকলের মুখে হাসি ফোটাবে এ নিয়ে কোন সন্দেহ নেই। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে এবার মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৭৯ হাজার ৭৪৯। নজিরবিহীনভাবে পাশ করে গিয়েছে সকলেই।

মাধ্যমিকের ফলাফলের পর এবার লক্ষ্য উচ্চ মাধ্যমিকের ফলাফলে। করোনা আবহে একইসঙ্গে বাতিল হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। ইতিমধ্যেই নম্বর দানের জন্য তৈরি হয়েছে বিকল্প পদ্ধতিও। তবে মাধ্যমিকের ফলাফল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মনে হচ্ছে কিছুটা আশা জাগাবে তা বলাই বাহুল্য। পর্ষদ তরফে জানানো হয়েছে, আজ বেলা একটা থেকে সমস্ত স্কুলে স্কুলে মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড তুলে দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের হাতে।

 

Abhirup Das

সম্পর্কিত খবর