সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, প্রশ্নপত্র ফাঁস রুখতে এই জেলাগুলোতে বন্ধ থাকবে ইন্টারনেট

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে অনেকটাই নিয়ন্ত্রণে করোনা পরিস্থিতি। ফলে একবছর পর আবারও অফলাইন পরীক্ষার হলে মাধ্যমিক পরীক্ষার্থীরা। শেষবার অর্থাৎ ২০২০ সালের মাধ্যমিকে ফাঁস হয়েছিল প্রায় প্রতিটি প্রশ্নপত্রই। সেই কারণেই এবার প্রশ্নপত্র ফাঁস রুখতে মরিয়া হয়ে উঠেছে রাজ্য সরকার। এর ফলে পরীক্ষার সময় রাজ্যের বেশ কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হবে।

গোটা রাজ্যের মধ্যে কোন কোন এলাকা থেকে গতবার বেশি প্রশ্নপত্র ফাঁস হয়েছিল সে ব্যাপারে খতিয়ে তদন্ত চালিয়েছিল সরকার। এবার রাজ্যের বেশ কিছু এলাকাকে চিহ্নিত করা হয়েছে স্পর্শকাতর এলাকা হিসেবেই। এই সমস্ত এলাকায় পরীক্ষার দিনগুলিতে সকাল ১১ টা থেকে বিকেল ৩:১৫ অবধি বন্ধ রাখা হবে ইন্টারনেট পরিষেবা। ইন্টারনেট বন্ধ থাকবে মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম এবং দার্জিলিং জেলায়। এই এলাকা গুলিতে ওই সময় ইন্টারনেট বন্ধ থাকবে ৭,৮,৯,১১,১২,১৪,১৫,১৬ মার্চ তারিখে। তবে কোনও রকম বিধিনিষেধ থাকছে না ফোন কল এবং এসএমএস উপর।

রাজ্যের ইতিহাসে মাধ্যমিক পরীক্ষার জন্য এহেন কড়াকড়ি কার্যতই বিরল। তবে এই কড়াকড়ির সাফাইও দিয়েছে রাজ্য। একটি নির্দেশিকায় বলা হয়েছে, ভারতীয় সংবিধান যেমন আমাদের ভাব প্রকাশের স্বাধীনতা দেয়, তেমনই নাগরিকদের স্বার্থে সেই স্বাধীনতা খর্ব করতেও পারে৷ যদিও সেই বিবৃতিতে এসএমএস এবং ভয়েস কলের চালু থাকার কথাও বলেছে রাজ্য সরকার।

Madhyamik 2021 results are published

সোমবার থেকেই রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক। গতবছর ২০২১ সালে বন্ধ ছিল এই পরীক্ষা। কিন্তু ২০২০ সালের মাধ্যমিকে ফাঁস হয় প্রায় প্রতিদিনেরই প্রশ্নপত্র। হোয়াটস্যাপেই ফাঁস হয়েছিল তা। ফলে সেই বিড়ম্বনার কথা মাথায় রেখেই এবার সূঁচ গলারও অবকাশ রাখতে চায় না আর রাজ্য।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর