১, ২ নয় ১২ হাজার খাতায় ভুল! প্রকাশ্যে এল মাধ্যমিকের সবথেকে বড় গলদ, কী হবে পরীক্ষার্থীদের?

বাংলাহান্ট ডেস্ক : মাধ্যমিকের (Madhyamik Pariksha) প্রায় ১২ হাজার উত্তরপত্রে যোগে ভুল করলেন পরীক্ষকরা। শুধুমাত্র নম্বর গোলযোগের শিকার ১২ হাজার ৪৬৮ টি উত্তরপত্র। স্ক্রুটিনির পর ২২ পর্যন্ত বাড়ল নম্বর। ৪ পরীক্ষার্থীর স্থান বদল মেধা তালিকায়। ফল প্রকাশের পর প্রতিবছর বহু পরীক্ষার্থী উত্তরপত্র স্ক্রুটিনির আবেদন করেন। চলতি বছরের মাধ্যমিকে সেই স্ক্রুটিনির ফল প্রকাশ্যে আসতেই চাঞ্চল্যকর তথ্য।

জানা গেছে, মাধ্যমিকের ১২ হাজার ৪৬৮ টি উত্তরপত্রে ভুল ধরা পড়েছে নম্বর যোগে। স্ক্রুটিনির ফল প্রকাশিত হওয়ার পর আরো ৭জন ঢুকে পড়ল মাধ্যমিকের মেধা তালিকায়। পাশাপাশি পর্ষদের সভাপতির বক্তব্য, ৬৩ লক্ষের মধ্যে ১২ হাজার খাতায় যোগে ভুল কাম্য নয়। অন্যদিকে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার নির্ঘন্ট জানিয়ে দিয়েছে। আগামী বছর মাধ্যমিক শুরু হচ্ছে ১০ই ফেব্রুয়ারি।

আরোও পড়ুন : ঘনাচ্ছে নিম্নচাপ! একটু পর থেকেই ভারী বৃষ্টির তোলপাড় দক্ষিণবঙ্গে, তালিকায় কলকাতাও?

প্রথম ভাষার পরীক্ষা হবে ১০ তারিখ। দ্বিতীয় ভাষার পরীক্ষা ১১ তারিখ। গণিত পরীক্ষা ১৫ ই ফেব্রুয়ারি। ইতিহাস পরীক্ষা ১৭ তারিখ। ১৮ তারিখ ভূগোল পরীক্ষা। জীবন বিজ্ঞান পরীক্ষা ১৯ তারিখ। ভৌত বিজ্ঞান পরীক্ষা ২০ ফেব্রুয়ারি। চলতি বছর লোকসভার নির্বাচনের জন্য বেশ খানিকটা এগিয়ে নিয়ে আসা হয় মাধ্যমিক পরীক্ষা। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২ ফেব্রুয়ারি।

west bengal madhyamik exams 167706765916x9

পরীক্ষা চলেছিল ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিনের মাথায় প্রকাশিত হয় মাধ্যমিকের ফল। এ বছর প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছিলেন। চলতি বছর মাধ্যমিকে পাশের হার ছিল ৮৬.৩১ শতাংশ। মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম দশের মধ্যে স্থান পেয়েছিল ৫৭ জন পরীক্ষার্থী। তবে রিভিউ এর ফল প্রকাশিত হওয়ার পর দেখা গেল এই তালিকায় ঢুকে পড়েছে আরো ৭ জন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর