বাংলাহান্ট ডেস্ক : এই বছরের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Pariksha) ফল প্রকাশিত হল আজ। পরীক্ষা শুরু হয়েছিল গত ২৩ শে ফেব্রুয়ারি। অবশেষে আজ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি প্রকাশিত করলেন এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Result)। পরীক্ষার্থীরা আজ বেলা বারোটা থেকে ওয়েবসাইটে নিজেদের ফলাফল জানতে পারবেন। এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন দেবদত্তা।
যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন বর্ধমানের শুভম এবং মালদহের রিফাত। মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম দশে কলকাতার কোনও পরীক্ষার্থী নেই। জানা গিয়েছে এই বছর মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন ৮৬ শতাংশ পরীক্ষার্থী। পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। জানা গিয়েছে এই বছর এক লক্ষেরও বেশি ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন।
এ বছর মাধ্যমিকের যুগ্ম চতুর্থ হয়েছেন সমাদৃতা সেন এবং অনীশ বাড়ুই। পঞ্চম স্থানে রয়েছেন শুভজিৎ দে এবং অরিজিৎ মণ্ডল। মাধ্যমিকের তৃতীয় স্থান অধিকার করেছেন ৬ জন। ১৬ জেলা থেকে প্রথম দশে ১১৮ জন রয়েছেন । সব থেকে বেশি সংখ্যক পড়ুয়া মেধাতালিকায় আছেন মালদা থেকে। তফসিলি উপজাতি পরীক্ষার্থীদের পাশের হার ৭৬ শতাংশ।
পাশের হারের নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং। এরপর কলকাতা রয়েছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন এ বছর থেকে মার্কশিটে থাকবে কিউআর কোড। প্রসঙ্গত এই বছর প্রায় সাত লক্ষ ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন।
তাদের মধ্যে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৫,৬৫,৪২৮ জন। পুরুষ পরীক্ষার্থীর তুলনায় মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ২২% বেশি। বেলা বারোটা থেকে পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল অনলাইনে দেখতে পারবেন। www.wbbse.wb.gov.in, http://wbresults.nic.in, www.exametc.com – এ গিয়ে পরীক্ষার্থীরা মাধ্যমিকের ফলাফল দেখতে পারবেন।