বাজি কারখানায় ভয়ানক বিস্ফোরণ! মৃত প্রায় এক ডজন, আহতের সংখ্যা ৫০ পার! তৎপর হল সেনা

বাংলাহান্ট ডেস্ক : মঙ্গলবার সকালে মধ্যপ্রদেশের হারদায় মাগারদা রোডের বৈরাগড় রেহতার একটি বাজি কারখানায় ভয়াবহ আগুন লাগে। তারপর ঘটতে থাকে একের পরে বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের এলাকাও কেঁপে ওঠে। এমনকি এই বিস্ফোরণের ফলে ভেঙে পড়েছে আশেপাশের কয়েকটি ভবন।

বেশ কিছু বাড়িতে আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে। এখনো পর্যন্ত এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে সাতজনের। আহতের সংখ্যা ৬০ জনেরও বেশি। বেশকিছুজনের অবস্থা আশঙ্কাজনক। এই বিস্ফোরণ কান্ড নিয়ে জরুরী বৈঠক ডেকেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডাঃ মোহন যাদব হরদা।

আরোও পড়ুন : হকারি করতে করতেই বলেন কবিতা! শিয়ালদা-বনগাঁ রুটে ফেমাস ‘হকার কবি’র কাহিনী চোখে জল আনবে

মন্ত্রী উদয় প্রতাপ সিং সহ ঊর্ধ্বতন আধিকারিকদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রী জানান নিহতদের পরিবারের দায়িত্ব নেবে সরকার। নিহতদের পরিবারের সন্তানদের পড়াশোনার খরচও সরকার বহন করবে।

আরোও পড়ুন : দীঘা পুরী তো অনেক হলো! এবার শিয়ালদা থেকে লোকালে করে চলে যান এই অফবিট লোকেশনে, দারুণ লাগবে

খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বিশাল বাহিনী ও বিপর্যয় মোকাবিলা দপ্তর। তবে একের পর এক বিস্ফোরণ ঘটে যাওয়ার ফলে ফায়ার ব্রিগেডের কর্মীরা কাজে বাধাপ্রাপ্ত হচ্ছেন। আহতদের উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে।

107453293

জানা গেছে আগুন লাগার মুহূর্তে কারখানার মধ্যে কাজ করছিলেন প্রায় ৩০ জন শ্রমিক। আহত-নিহতদের মধ্যে শিশু ও মহিলারাও থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকার্যে সহায়তা করছে এনডিআরএফ ও এসডিআরএফ।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর