বিয়েতে মদ না দেওয়াই হল কাল! কনে পক্ষকে গাড়িতে পিষে মারার চেষ্টা বরযাত্রীর

   

বাংলা হান্ট ডেস্ক: বিয়ে (Marriage) মানেই আনন্দ অনুষ্ঠান। কিন্তু সেই আনন্দের অনুষ্ঠানই মুহুর্তের মধ্যে হয়ে উঠল অশান্ত। মদ্যপান করতে না দেওয়ায় বিয়ের অনুষ্ঠানে বর ও কনে পক্ষের মধ্যে বেঁধে গেল তুমুল হাতাহাতি। প্রথমে উভয় পক্ষ একে অপরকে পাথর ছোঁড়ে আর সেইসাথে ব্যাপক যানবাহন ভাংচুর করা হয়। শুধু তাই নয়, বরের পক্ষের লোকজন গাড়ি দিয়ে কনে পক্ষের সদস্যদের পিষে মারারও চেষ্টা করে বলে অভিযোগ।

ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ফাঁকা মাঠের মধ্যেই কিছু লোকের পেছনে দুটি গাড়ি ধাওয়া করছে। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhyapradesh) সিহোরের বগলিতে। বগলির বাসিন্দা ইসরিন বেলদারের মেয়ের সঙ্গে একই জেলার মান্যাসা গ্রামের বাসিন্দা শাব্বির বেলদারের ছেলের বিয়ে ঠিক হয়েছিল।

বিয়ে করতে মঙ্গলবার বরযাত্রীরা বুগলি পৌঁছান। তারপরেই মদ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক কথা কাটাকাটি। মুহুর্তের মধ্যে সেই ঝগড়া থেকে শুরু হয়ে হাতাহাতি। কম যান না মেয়ে পক্ষের লোকরাও। তারা ছেলে পক্ষর দিকে এলোপাথারি পাথর ছুঁড়তে শুরু করেন।

আরও পড়ুন: গ্রেফতার করা হবে কাউন্সিলরদের! বড় ঘোষণা মমতার, কারণ কী? শোরগোল

এরইমধ্যে বরযাত্রী আসা কয়েকজন যুবক দুটি গাড়িতে উঠে পড়েন। যারা পাথর ছুঁড়ছিল পিছনে তাদের পিছু ধাওয়া করে গাড়ি চালাতে থাকে তারা। অভিযোগ ওই বরপক্ষের যুবক মেয়ের বাড়ির লোককে পিষে মারার চেষ্টা করে। এরপর ঘটনাস্থলে উপস্থিত গ্রামবাসীদের একাংশ এই পিষে ফেলার চেষ্টার ভিডিও করতে শুরু করেন। এরপর দোরাহা থানায় ফোন করে খবর দেওয়া হয় পুলিশে।

Car

ঠিক কি হয়েছিল সেদিন? এপ্রসঙ্গে কনে পক্ষের তরফে জানানো হয়েছে, বর পক্ষের লোকজন মদ খেয়ে ব্যাপক ঝামেলা করছিল। আপত্তি জানালে শুরু হয় ব্যাপক দুর্ব্যবহার। সেই থেকে ঘটনা গড়ায় হহাতাহাতিতে। এই ঘটনা প্রসঙ্গে দোরাহা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ সিনহা বলেন- খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। সমস্যার সমাধান চেয়ে উভয় পক্ষই কোনো মামলা করেনি।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর