বাংলা হান্ট ডেস্ক : হোটেলে অবিবাহিত যুগলদের ভাড়া দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। তাই হোটেলে অবিবাহিত যুগলদের ভাড়া নিতে গেলে সমস্যায় পড়তে হত। যেহেতু হোটেলের ঘর ভাড়া নিয়ে অনেক সময় খুন ও ধর্ষণের মতো ঘটনা ঘটে আর তার খেসারত দিতে হয় মালিক কর্তৃপক্ষকে। অনেকসময় হোটেল সিলও করে দেওয়া হয়।অনেক সময় দেখা যায় ভুয়ো পরিচয় দিয়ে হোটেলের ঘর ভাড়া নিয়ে বিপত্তি ঘটেছে।
তবে এবার অবিবাহিত দম্পতিদের হোট ভাড়া দেওয়ায় নো অবজেকশন। শুক্রবার একটি মামলার রায়ে এমনটাই জানাল মাদ্রাজ হাইকোর্ট। তাই এবার থেকে অবিবাহিত দম্পতিদের হোটেলে থাকতে দেওয়া বেআইনি নয়। যেহেতু বর্তমানে প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের লিভ ইন সম্পর্ককে আইনত স্বীকৃতি দেওয়া হয় তাই প্রাপ্ত বয়স্ক অবিবাহিত যুগল যদি হোটোলের ঘর ভাড়া নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না।
এমকি এটি কোনো অপরাধ নয় বলেও জানানো হয়েছে মাদ্রাজ হাইকোর্টের তরফে। আসলে গত বছর কোয়েম্বাটুরের একটি লজে অবিবাহিত যুগলদের ভাড়া দেওয়া নিয়ে লিখিত অভিযোগ ছাড়া ওই হোটেলকে সিল করে দেওয়া হয় আর তারপর আটক করা হয়েছিল বেশ কেয়কজনকে। কিন্তু লজ ক্রতৃপক্ষের তরফে আদালতের দ্বরস্থ হলে অবশেষে জয় হল লজ মালিকেরই। কারণ, অবিবাহিতদের ঘর ভাড়া দেওয়া নিয়ে নিষেধাজ্ঞা নেই কোর্টের।