‘ভূমিকা’ নিয়ে কমিশনের উপর ক্ষুদ্ধ! ভোট গণনা বন্ধের হুঁশিয়ারি হাইকোর্টের

বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে মারণ ভাইরাসের (Coronavirus) তাণ্ডব দিনে দিনে ভয়াবহ আকার ধারণ করছে। রেকর্ড হারে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে পাঁচ রাজ্যে ভোটগ্রহণ। এবার করোনার এহেন সংকটজনক পরিস্থিতির জন্য সরাসরি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করাল মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court)। নির্বাচনী প্রচারে কমিশনের উদাসীনতা নিয়ে তীব্র ভর্ৎসনা করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

এদিন প্রধান বিচারপতির পর্যবেক্ষন, ‘খুনের দায়ে কমিশনের প্রতিনিধিদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়া দরকার। ভোটপ্রচার চলাকালীন কমিশন কি ঘুমাচ্ছিলেন ? করোনা বিধি নিশ্চিত করতে পারেনি কমিশন।’ মাদ্রাজ হাইকোর্টের এহেন মন্তব্যকে সাধুবাদ জানিয়েছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে গেরুয়া শিবিরের (BJP) পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে ‘দুর্ভাগ্যজনক’ বলে। তারপরই বিজেপি শিবির জানায়, ‘করোনার থেকেও ভয়ঙ্কর তৃণমূল’ (TMC)।

COVID-19] Madras High Court to take up suo motu case on reports of Remdesivir diversion, Oxygen supply

এদিন প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘করোনার এহেন পরিস্থিতিতে ভোটগণনা নিয়ে কমিশনের কি পরিকল্পনা, তার রিপোর্ট ৩০ এপ্রিলের মধ্যে জমা দিক নির্বাচন কমিশন। অন্যথায় ২মে ভোট গণনা বন্ধ করে দেব।’ করোনার এহেন উদ্বেগজনক পরিস্থিতিতে জনস্বাস্থ্যই অগ্রাধিকার। মানুষজন বাঁচলে তবেই গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হবে বলে জানান বিচারপতি। হাইকোর্টের এহেন মন্তব্যকে স্বাগত জানিয়েছেন চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা। তাঁদের মত, ‘এমন পদক্ষেপ আগে নিলেই ভালো হত’।

উল্লেখ্য, এদিকে বাংলায় চলছে ৫ জেলার ৩৪ আসনে ভোটগ্রহণ। পশ্চিম বর্ধমান, মালদা, দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি আজ ভোট রয়েছে শহর কলকাতার চারটি বিধানসভা আসনেও। এই ভোট সপ্তমীর প্রেস্টিজ ফাইটে রয়েছেন একের পর এক হেভিওয়েট প্রার্থীও। সকাল থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে কমিশন (Election Commission)। এমনকি করোনার বাড়বড়ন্তের কথা মাথায় রেখে ভোটকেন্দ্রগুলিতে মানা হচ্ছে কোভিড বিধিও।


সম্পর্কিত খবর