অসমের পর এবার উত্তরপ্রদেশ, সমস্ত মাদ্রাসার সমীক্ষা করার নির্দেশ যোগীর! চটল বিরোধীরা

বাংলাহান্ট ডেস্ক : অসমের (Assam) ‘বুলডোজার’ পদক্ষেপের পর এবার উত্তরপ্রদেশে (Uttar Pradesh) মাদ্রাসার উপর আসতে চলেছে সরকারি সমীক্ষ। কিছুদিন আগে পর্যন্ত বুলডোজারের জেরে শিরোনামে ছিল উত্তরপ্রদেশ সরকার। এবার, বিভিন্ন মাদ্রাসা কোথা থেকে ফান্ডিং পায় সেই খোঁজই নিতে চলেছ যোগী সরকার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ (Yogi Adityanath) আদেশ জারি করেছেন রাজ্যের সমস্ত মাদ্রাসার (Madrasa) সমীক্ষা করতে হবে। এবং সেই সমীক্ষার রিপোর্ট সরাসরি প্রশাসনকে পাঠাতে হবে। ৫ অক্টোবর ২০২২-এর মধ্যে সম্পূর্ণ করতে হবে এই সমীক্ষা।

এই বিষয়ে সম্প্রতি একটি বৈঠকও ডাকেন যোগি আদিত্যনাথ। সেই বৈঠকে ঠিক হয়, এই সমীক্ষায় এসডিএম, বিএসএ এবং জেলা স্তরের বাকি আধিকারিকরা অংশ নেবেন। সমীক্ষার রিপোর্ট জেলা আধিকারিকের অফিসে জমা দিতে হবে। জেলা আধিকারিক সেই রিপোর্ট পৌঁছে দেবেন সরকারের কাছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই সমীক্ষার মূল উদ্দেশ্যই হলো মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক করা। এছাড়া বেসরকারি মাদ্রাসাগুলিতে মোট কত ছাত্রছাত্রী পড়াশোনা করছে তারও একটা হিসেব পাওয়া যাবে বলেই মনে করছে উত্তরপ্রদেশ সরকার।

df43108d8f75ebdffd0d9f9c2282098d

যে সমস্ত মাদ্রাসাগুলিতে পড়াশোনার মান যথাযথ রয়েছে সেই মাদ্রাসাগুলিকে সরকারি আয়ত্তে আমারও পরিকল্পনায় রয়েছে। মাদ্রাসাগুলি অনুদান কোথা থেকে পাচ্ছে তাও দেখা হবে। সঠিক ভাবে পরিচালিত হওয়া মাদ্রাসাগুলিকে উত্তরপ্রদেশ মাদ্রাসা বোর্ডের আওতায় আনা হবে। শুধু তাই নয়, যোগি সরকার দেখতে চাইছে এই মাদ্রাসাগুলিতে শিক্ষক কারা। এবং তাঁরা কী পড়ান? মাদ্রাসাগুলির সিলেবাস কী সে সম্পর্কেও বিস্তারিত তথ্য পেয়ে যাবে সরকার।

জানা যাচ্ছে, NCRCP-এর মাধ্যমে এই সমীক্ষা করা হবে। উত্তরপ্রদেশের সংখ্যালঘুমন্ত্রী দানিশ আজাদ আনসারি বলেন, ছাত্রছাত্রীদের অধিকারকে সংরক্ষণ করতে এই সমীক্ষা কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ে খাবার জল থেকে শুরু করে বিদ্যুৎ সংযোগ অত্যন্ত প্রয়োজনীয়। এি সমীক্ষায় দেখা হবে সেগুলি ঠিক মতো ছাত্রছাত্রীরা পাচ্ছে কিনা

উত্তরপ্রদেশ সরকারের মাদ্রাসাকে সমীক্ষা করার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন আসাউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, ‘এটা মাদ্রাসা সমীক্ষা নয়, আদতে এটা NRC-র ছোট সংস্করণ। ওয়াইসির বক্তব্য, ‘ ভারতীয় সংবিধানের ৩০ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ভারতের যেকোনও ধর্মীয় সম্প্রদায় তাঁদের আয়ত্তে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে। তাহলে যোগি সরকার কোন অধিকারে মাদ্রাসায় সার্ভে করার আদেশ দেয়?’ তবে ওয়াইসির এই মন্তব্যের পর যোগি সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া আসেনি বলেই জানা যাচ্ছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর