টাকার বিনিময়ে বলিউড সম্পর্কে মিথ‍্যে রটানো হচ্ছে, বয়কট সংষ্কৃতি নিয়ে ক্ষোভ ওগড়ালেন স্বরা

বাংলাহান্ট ডেস্ক: রাজনৈতিক হোক বা অরাজনৈতিক যেকোনো বিষয় নিয়েই মন্তব‍্য করাটা অত‍্যন্ত জরুরি অভিনেত্রী স্বরা ভাস্করের (Swara Bhaskar) কাছে। সাধারণত স্রোতের বিপরীতেই হাঁটতে পছন্দ করেন তিনি। ভিন্ন মতামত পোষণ করার জন‍্য ট্রোলডও হন স্বরা। কিন্তু ট্রোল তাঁর মুখ বন্ধ করতে অপারগ। প্রচণ্ড কটুক্তি সয়েও নিজের মত প্রকাশ করতে ছাড়েন না তিনি।

এবার স্বরা মুখ খুলেছেন ব‍লিউডের বয়কট ট্রেন্ড নিয়ে। তাঁর মতে, সোশ‍্যাল মিডিয়ার বয়কট ট্রেন্ড বেশিরভাগ সময়েই টাকা খাইয়ে করানো হয়। আর এই বাতিল সংষ্কৃতির কারণেই যে পরপর সব হিন্দি ছবি বক্স অফিসে ডুবেও যাচ্ছে সেটাও জোর গলায় দাবি করেছেন স্বরা।

01DELPRIYASWARABHASKAR
অভিনেত্রী নিজেই বহুবার বয়কটের মুখে পড়েছেন। নিজেকে ‘বয়কট সংষ্কৃতির ধ্বজাধারী’র তকমা দিয়ে স্বরা বলেন, বিভিন্ন ধরণের কনটেন্ট এখন দর্শকদের কাছে উপলব্ধ হওয়াতেই বলিউডের এই পরিণতি। তবে তাঁর মতে, বয়কট সংষ্কৃতির বাড়বাড়ন্ত সত্ত্বেও বলিউড খুব একটা খারাপ পরিস্থিতির মধ‍্যে নেই।

প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রসঙ্গ টেনে এনে স্বরা বলেন, সুশান্তের মৃত‍্যুর পর সোশ‍্যাল মিডিয়ায় প্রচণ্ড নেতিবাচকতার মুখে পড়তে হয়েছিল আলিয়াকে। বলিউডের বেশ কয়েকজন প্রথম সারির তারকাদের সে সময়ে চরম হেনস্থা করা হয়েছিল যা একেবারেই অনুচিত বলে মনে করেন স্বরা।

সে সময়ে বলিউডকে বয়কটের ডাকের জন‍্য আলিয়ার ‘সড়ক ২’ ফ্লপ হয়েছিল বক্স অফিসে। কিন্তু চলতি বছরের শুরুতে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি’ বলিউডে অন‍্যতম ব্লকবাস্টার হয়েছে। তখনো কিন্তু সুশান্ত মৃত‍্যু, নেপোটিজমের মতো প্রসঙ্গ তুলে বয়কটের ডাক উঠেছিল। তবুও অধিকাংশ দর্শক গিয়ে ছবিটি দেখেছিলেন।

স্বরার স্পষ্ট বক্তব‍্য, বয়কট সংষ্কৃতিকে উদ্দেশ‍্যপ্রণোদিত ভাবে উসকানি দিচ্ছে একটা ছোট শ্রেণির লোকজন। তারা বলিউডকে ঘৃণা করে, তাই ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার জন‍্য মিথ‍্যে কথা রটাচ্ছে। আর এর বিনিময়ে যে তারা টাকা পাচ্ছেন তার সপক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে বলে দাবি করেন স্বরা। সুশান্তের মৃত‍্যুকে ঢাল বানিয়ে স্বার্থসিদ্ধির কাজে ব‍্যবহার করা হলে বলে বিষ্ফোরক মন্তব‍্য করেন অভিনেত্রী।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর