বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগ নিয়ে জট অব্যাহত। SSC ইস্যুতে বর্তমানে চরম অস্বস্তিতে রাজ্য সরকার। এরই মধ্যে রাজ্যের চাপ বাড়াতে এবার আসরে মাদ্রাসার শিক্ষকরা (Teachers)। দাবি, মৌখিক আশ্বাস মিললেও, বেতন বৃদ্ধি হচ্ছে না। এই অভিযোগেই বেতন বৃদ্ধির দাবিতে ধর্না দিতে চলেছে মাদ্রাসা শিক্ষক সংগঠন (Madrasa teachers’ organization)। মিলেছে হাইকোর্টের অনুমতিও।
ধর্নায় বসতে চলেছে মাদ্রাসা শিক্ষক সংগঠন | Teachers
কী অভিযোগ? ক্রমাগত মূল্যবৃদ্ধির বাজারে মুখে বার বার বলা হলেও বেতন বাড়ানো হয়নি। রাজ্য সরকার তাদের মৌখিক আশ্বাস দিলেও নিটফল শূন্য। এই নিয়ে প্রতিবাদ জানিয়ে কলেজ স্কোয়ারে ধর্নায় বসতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিল সংগঠন। কিন্তু পুলিশি অনুমতি মেলেনি। এরপরই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন তাঁরা।
বুধবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলা উঠলে শর্তসাপেক্ষে ধর্নার অনুমতি দিয়েছেন বিচারপতি। বিচারপতির নির্দেশ, ১ মে থেকে ৫ মে পর্যন্ত ধর্নায় বসতে পারবেন তাঁরা। সর্বোচ্চ ৫০ জন নিয়ে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত তাঁরা সেখানে ধর্না অবস্থান করার অনুমতি মিলেছে।
যদিও আদালত স্পষ্ট জানিয়েছে, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে হবে মাদ্রাসা শিক্ষক সংগঠনকে। পুলিশকে সহযোহিতা করতে হবে তাঁদের। একইসাথে পুলিশকেও এই বিষয়ে নির্দেশ দিয়েছেন বিচারপতি। পুলিশকে আদালতের নির্দেশ, ধর্নায় সংগঠনকে নিরাপত্তা প্রদান করতে হবে।
ভিডিও দেখুন: https://www.youtube.com/live/pRr-S4ahZRk?si=RBvZS0nOW6BD94hj
প্রসঙ্গত, এপ্রিল থেকে এসএসসি ইস্যুতে উত্তাল রাজ্য। দফায় দফায় চলছে বিক্ষোভ আন্দোলন। গত কয়েকদিন ধরে এসএসসির যোগ্য-অযোগ্য শিক্ষক-শিক্ষিকারা ধর্না দিচ্ছিল। এবার বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে অবস্থানে বসতে চলেছেন মাদ্রাসার শিক্ষকরা। ফলত সরকারের চাপ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।