বাংলাহান্ট ডেস্ক: মাফিন চক্রবর্তী (Mafin Chakraborty), ভিন্ন ধরণের নামটা প্রথম থেকেই নজর কেড়ে নিয়েছিল সবার। ধীরে ধীরে তিনি বোঝালেন শুধু নাম নয়, তাঁর অভিনয় দক্ষতাও চমকপ্রদ। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মাফিন। প্রথম সারির চ্যানেলে একাধিক সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এক সময়ে খলনায়িকা হিসাবে দর্শকদের প্রিয় হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু বহুদিন হয়ে গেল, তেমন ভাবে আর পর্দায় দেখা যায় না মাফিনকে।
২০০৫ সালে অভিনয়ে পা রাখেন মাফিন। বরাবর সিরিয়ালেই অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু ছোটপর্দাতেই নিজস্ব একটা পরিচয় তৈরি করে ফেলেছিলেন তিনি। বিশেষ করে ‘টাপুর টুপুর’ সিরিয়ালের দৌলতে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন মাফিন। পায়েল চরিত্রটিতে অভিনয় করে দর্শকদের ভাল সাড়া পেয়েছিলেন তিনি।
তারপর থেকে আর থামতে হয়নি মাফিনকে। পটলকুমার গানওয়ালা, আঁচল, গোয়েন্দা গিন্নি, কিরণমালা, নিশির ডাক এর মতো সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে। তবে পরবর্তীকালে পার্শ্ব চরিত্রেই বেশি দেখা যেতে শুরু করে মাফিনকে। ধীরে ধীরে যেন টেলিভিশনের পর্দায় তাঁর উপস্থিতি ফিকে হতে শুরু করে।।
মাফিন কি হারিয়েই গিয়েছেন? এখন কোথায় আছেন, কী করছেন তিনি? এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, তিনি চিত্রনাট্য নিয়ে একটু খুঁতখুঁতে। এছাড়া মাঝে মধ্যেই কয়েক মাসের বিরতি তাঁকে নিতে হয়। বিদেশে স্বামীর কাছে যান তিনি। কালার্স বাংলা চ্যানেলে ‘বসন্ত বিলাপ মেসবাড়ি’তে দেখা গিয়েছিল তাঁকে। মাফিনের কথায়, প্রথম সারির চ্যানেলে দেখা না গেলে কেউ বিশ্বাস করতে চায় না যে তিনি এখনো অভিনয় করছেন।
আগামীতে ফের একটি সিরিজে দেখা যাবে মাফিনকে। আকাশ আট চ্যানেলে আশাপূর্ণা দেবীর গল্প অবলম্বনে শুরু হয়েছে ‘অগ্নিপরীক্ষা’। এই সিরিজেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মাফিন। রয়েছেন সম্ভাবী মুখোপাধ্যায়, সুচন্দা চৌধুরী, মনোজ ওঝা, বিশ্বাবসু বিশ্বাসের মতো অভিনেতা অভিনেত্রীরাও।