ম্যাজিক দেখানোর নামে গৃহবধূকে নিয়ে পালাল জাদুকর! মালদহের গ্রামে চাঞ্চল্য

বাংলাহান্ট ডেস্ক : ম্যাজিক দেখাতে এসে ভ্যানিশ করে দিলেন গৃহবধূকে! এর সাথে ভ্যানিশ হয়েছে বেশ কিছু মহিলার গয়নাও। চাঞ্চল্যকর এই ঘটনাটি সামনে এসেছে মালদা থেকে। সূত্রের খবর মালদার (Malda) সাহাপুর পঞ্চায়েতের শান্তিপুর এলাকায় এক জাদুকর ম্যাজিক (Magic) দেখাতে এসেছিলেন সপ্তাহখানেক আগে। তিনি ঘাঁটি করেন এই এলাকায়। এরপর শুরু করেন তার ম্যাজিক শো।

ধীরে ধীরে বিশ্বাস অর্জন করেন গ্রামবাসীদের। অভিযোগ এক সপ্তাহ পার হতেই এই জাদুকর এক যুবকের স্ত্রীকে নিয়ে পলাতক হয়ে গিয়েছেন। এর সাথে অভিযোগ এই জাদুকর অনেক মহিলার গয়নাও হাতিয়ে নিয়েছেন। পুরাতন মালদার সাহাপুর পঞ্চায়েতের শান্তিপুর এলাকায় এক যুবক সপ্তাহখানেক আগে আবির্ভূত হয়। নিজেকে সে জাদুকর হিসেবে পরিচয় দিয়েছিল।

জানা গিয়েছে, ম্যাজিশিয়ান বলেছিল তার নাম রাকেশ পাহাড়ি। নদীয়ার বাসিন্দা সে। এরপর বিভিন্ন ধরনের ব্যালেন্সের খেলা দেখিয়ে সে মোহিত করে ফেলে গ্রামবাসীদের। এছাড়াও দেখাত নানা ধরনের হাতসাফাই ও ম্যাজিক। জাদুকরের প্রতিভার বিস্মিত হয়ে যান সবাই। ধীরে ধীরে তার পরিচয় গড়ে ওঠে গ্রামের বহু মহিলার সাথে। তাদের বিশ্বাস অর্জন করে মহিলাদের ব্যক্তিগত সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দেন তিনি।

Malda magician

 

সম্পত্তি বৃদ্ধি হওয়ার লোভ দেখিয়ে বিভিন্ন মহিলার কাছ থেকে সেই জাদুকর হাতিয়ে নেয় সোনার গয়না সহ বিভিন্ন অলংকার। অন্যদিকে এক ব্যক্তি পুলিশের ব্যবস্থা হয়েছেন এই অভিযোগ নিয়ে যে তার স্ত্রীকে ওই জাদুকর অপহরণ করেছে। পুলিশ ইতিমধ্যেই ওই জাদুকরের সন্ধান শুরু করেছে। একই সাথে ওই জাদুকরের বিরুদ্ধে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগও দায়ের করা হয়েছে পুলিশে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর