পাকিস্থানে থাকা প্রায় সকল ব্যাক্তি একজন কট্টরপন্থী। সবাই সন্ত্রাসবাদী, সে মাদ্রাসাতে পড়ুয়া হোক, পাম্পচার সরানোর মেকানিক হোক, অভিনেতা হোক, গায়ক হোক। এটা আমরা এই জন্যই বলছি কারণ পাকিস্তান প্রায় নিজের উন্মাদী অবস্থা দেখিয়ে দেয় ও কট্টর পন্থী ছড়াতে থাকে। মাহিরা খান নামের একজন পাকিস্তানি অভিনেত্রীকে ভারতে আনা হয়েছিল। শাহরুখ নামের বলিউড অভিনেতা মাহিরা খানকে পাকিস্তান থেকে নিয়ে এসেছিল।
ভারতে ট্যালেন্টের কোনো কমতি নেই তাও পাকিস্তানিদের ভারতে আনা যেন নিয়ম হয়ে গেছে। আর এই নিয়মের কারণেই মাহিরা খান কে আনা হয়েছিল। মাহিরা খানকে খুব সমর্থন করা হয়েছিল। সেকুলার গ্যাং বলছিল কলা শিল্পের কোনো সীমা হয় না ইত্যাদি ইত্যাদি। এবার সেই মাহিরা খান ভারতের কাশ্মীর ইস্যুতে নাক গলিয়ে ভারতের বিরুদ্ধে বিষ উগরে দিয়েছে। ভারতের সীমার উপর ভারত বিরোধী মন্তব্য দিচ্ছে।
ধারা 370 সরানো না সরানো এটি ভারতের অভ্যন্তরীন মামলা। এই বিষয়ের উপর মহিমা খান পাকিস্তানকে উস্কায় যে চুপ করে বসে না থাকতে। ভারত কাশ্মীরকে জ্বালাচ্ছে আর আমরা চুপ করে বসে আছি। মহিরা খান আজকে বলেন যে ধারা 370 কে সরিয়ে ভারত কাশ্মীরকে জ্বালাচ্ছে তাই আমাদের চুপ করে বসে থাকা উচিত না। মহিরা খান এক ভাবে বলছে যে ভারতের বিরুদ্ধে একশন নাও। মহিরা খান আজ ভারতের সব সেকুলার বর্গের লোকেদের মুখে সপাটে চড় মেরে দিয়েছে বিশেষ করে যারা বলে কলা-শিল্পির কোনো সীমা হয় না।