বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন (Magnus Carlsen) ইন্টারন্যাশনাল চেস ফেডারেশনের (FIDE) ড্রেস কোড লঙ্ঘনের জন্য ওয়ার্ল্ড র্যাপিড অ্যান্ড ব্লিটজ চেস চ্যাম্পিয়নশিপ থেকে সরে গিয়েছেন। আসলে কার্লসেন জিন্স পরেছিলেন। যার কারণে তাঁকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে, এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিলেন কার্লসেন। এর আগে তাঁকে ২০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছিল। সেই সঙ্গে তাঁকে তাঁর পোশাক পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু, কার্লসেন রাজি হননি। যার কারণে টুর্নামেন্টের নবম রাউন্ড থেকে বাদ পড়েছেন তিনি।
টুর্নামেন্ট থেকে বাদ পড়লেন ম্যাগনাস কার্লসেন (Magnus Carlsen):
কি জানিয়েছে FIDE: ইতিমধ্যেই এই বিষয়টির পরিপ্রেক্ষিতে FIDE-এর তরফে “X” মাধ্যমে একটি বিবৃতি সামনে আনা হয়েছে। যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, “ম্যাগনাস কার্লসেন (Magnus Carlsen) জিন্স পরে ড্রেস কোড লঙ্ঘন করেছেন। যা ইভেন্টের দীর্ঘদিনের নিয়মে স্পষ্টভাবে নিষিদ্ধ রয়েছে। হেড রেফারি কার্লসেনকে এই লঙ্ঘনের কথা জানান। তাঁকে ২০০ মার্কিন ডলার জরিমানা করে এবং তাঁর পোশাক পরিবর্তন করার জন্য অনুরোধও করেন।”
Magnus Carlsen has been disqualified from the World Rapid Chess Championship in Round 9 due to a dress code violation (jeans) and previous warning.
In an interview, he said he is no longer playing the World Blitz Championship either, and instead going on vacation.
— GothamChess (@GothamChess) December 27, 2024
FIDE আরও বলেছে যে, “ড্রেস কোডের নিয়মগুলি FIDE অ্যাথলিটস কমিশনের সদস্যরা তৈরি করেছেন। এই কমিশন পেশাদার খেলোয়াড় এবং বিশেষজ্ঞদের নিয়ে গঠিত। এই নিয়মগুলি বছরের পর বছর ধরে রয়েছে এবং সমস্ত অংশগ্রহণকারীরা সেগুলি সম্পর্কে ভালোভাবে সচেতন। প্রতিটি আয়োজনের আগে তাঁদের এই বিষয়ে জানানো হয়।”
আরও পড়ুন: প্রকাশিত হয়েছে সূচি! অথচ এখনও কাজ শেষ হয়নি স্টেডিয়ামের, পাকিস্তানে আদৌ হবে চ্যাম্পিয়ন্স ট্রফি?
কি জানিয়েছেন কার্লসেন: জানিয়ে রাখি যে, নরওয়ের গ্র্যান্ডমাস্টার কার্লসেন (Magnus Carlsen) বিশ্বের অন্যতম সেরা দাবাড়ু হিসেবে বিবেচিত হন। তিনি এর পরবর্তী দিন থেকে ড্রেস কোড মেনে চলার ইচ্ছে প্রকাশ করলেও বিষয়টি তৎক্ষণাৎ মেনে নিতে অস্বীকার করেন। ফলে তাঁকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়।
আরও পড়ুন: ক্রমশ গভীর হচ্ছে সম্পর্ক! ৫৩ বছর পর বাংলাদেশে “এন্ট্রি” পাকিস্তানি সেনার, চিন্তা বাড়ছে ভারতের
এমতাবস্থায়, রীতিমতো রাগান্বিত কার্লসেন (Magnus Carlsen) বলেছিলেন যে, তিনি চ্যাম্পিয়নশিপের ব্লিটজ বিভাগে অংশ নেবেন না। কার্লসেন নরওয়েজিয়ান ব্রডকাস্টিং চ্যানেল এনআরকে বলেন, “আমি FIDE-এর কাছ থেকে ক্লান্ত হয়ে গেছি, তাই আমি আর এটা করতে চাই না। আমি তাদের সাথে কিছু করতে চাই না। আমি সকলের কাছে দুঃখিত। সম্ভবত এটি একটি বোকা বোকা ভাবনা। কিন্তু আমি মনে করি না এটি কোনও মজা। আমি বলেছিলাম যে আমি আমার পোশাক এখনই পরিবর্তন করে বিরক্ত হতে চাই না, তবে আমি আগামীকাল পরিবর্তন করব। কিন্তু তারা এজন্য প্রস্তুত ছিল না। আমি সেই বিন্দুতে পৌঁছে গেছি যেখানে আমি FIDE-এর সাথে খুব বিরক্ত। তাই আমি এটি করতে চাইনি।”