অবশেষে গ্রেফতার মগরাহাটে জোড়া খুনের পাণ্ডা জানে আলম, একটি ভুল চালেই ধরা পড়ল সে

বাংলা হান্ট ডেস্কঃ পালিয়ে গিয়েও শেষরক্ষা হল না। অবশেষে মগরাহাটের জোড়া খুন কাণ্ডের মূল অভিযুক্ত জানে আলম মোল্লাকে গ্রেফতার করল পুলিশ। শনিবার মলয় মাখাল ও বরুণ চক্রবর্তীকে নৃশংস ভাবে খুন করার পর থেকেই পলাতক ছিল আলম।

ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনার পর থেকেই তাঁকে খুঁজছিল। শনিবার রাতেও চিরুনি তল্লাশি চালায় পুলিশ। এরপর মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে দক্ষিণ কলকাতার চারু মার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয় তাঁকে। আজই আলমকে আদালতে তোলার কথা।

   

উল্লেখ্য, বকেয়া টাকা মেটানোর টোপ দিয়ে সিভিক ভলান্টিয়ার ররুণ ও তাঁর বন্ধু মলয়কে নিজের কারখানায় ডেকেছিল আলম। এরপর প্রথমে তাদের পয়েন্ট রেঞ্জ থেকে গুলি, এরপর নৃশংস ভাবে গলা কেটে হত্যা করা হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। ক্ষিপ্ত এলাকাবাসীরা একটি গাড়িতে আগুনও লাগিয়ে দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। স্থানীয়রা জানে আলম মোল্লার শাস্তির দাবি করতে থাকে। পুলিশের তরফ থেকে এলাকাবাসীদের আশ্বস্ত করা হয় যে, আলমকে শীঘ্রই ধরা হবে। আর ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অবশেষে পুলিশের জালে কুখ্যাত জানে আলম মোল্লা।

তবে, মোবাইল নিয়ে গা ঢাকা দেওয়াই কাল হয়ে উঠল আলমের কাছে। সেই মোবাইলের সূত্র ধরেই এদিন আলমকে নিজেদের খপ্পরে নেয় পুলিশ। আজই তাঁকে আদালতে তোলা হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর