বাংলাহান্ট ডেস্ক : একের পর এক বিপর্যয়। দুর্ঘটনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না এবারের মহাকুম্ভের (Maha Kumbh)। মাঝে মাঝেই খবরের শিরোনামে উঠে আসছে অগ্নিসংযোগের কথা। তাতে অবশ্য হুঁশ ফেরেনি প্রশাসনের। এবার ফের একবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল ১৯ নম্বর সেক্টরের কল্পবাসী তাঁবুতে।
মহাকুম্ভে (Maha Kumbh) অগ্নিসংযোগ
প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গেছে, কল্পবাসী তাবুর কাছেই ঘটে যায় একটি গ্যাস লিকের ঘটনা। আর তার জেরেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তাবুর ভিতরে থাকা গ্যাসের লাইন লিক হতেই দাউদাউ করে জ্বলতে থাকে আগুনের শিখা, তারপরেই সেটা ভীষণ দ্রুত ছড়িয়ে পড়ে তাবুর ভিতরে। তীব্র আগুনে মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় তাবুর ভিতরে থাকা সমস্ত সামগ্রী।
আরোও পড়ুন : হাতে স্যালাইনের চ্যানেল, হাসপাতালে “লড়ছেন” রুক্মিণী! হঠাৎ কী হল ‘বিনোদিনী’র?
অগ্নিকাণ্ডের খবর প্রকাশ্যে আসতেই মহাকুম্ভে (Maha kumbh) ছুটে যায় ফায়ার ব্রিগেডের কর্মীরা। এরপর অবশ্য দশ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগুনের ফলে কিছু সামগ্রীর ক্ষতি হলেও, আশার কথা এই যে কোনো পুণ্যার্থীর প্রাণহানি হয়নি।
আরোও পড়ুন : মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট উদ্যোগ! জারি করা হল নয়া বিজ্ঞপ্তি
কুম্ভমেলার (Kumbh Mela) মুখ্য দমকল আধিকারিক প্রমোদ শর্মা বলেন, ‘ওম প্রকাশ পাণ্ডে সেবা সংগঠনের তরফে এই কল্পবাসী তাঁবুটি তৈরি করা হয়েছিল। প্রয়াগরাজের রাজেন্দ্র জয়সওয়াল নামে জনৈক বাসিন্দার উদ্যোগেই তৈরি হয়েছিল সেটি’। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। যদিও ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পুণ্যার্থীদের মধ্যে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারিও প্রয়াগরাজের সেক্টর ১৮ এলাকায় ইসকনের একটি তাঁবুতে আগুন ধরে গিয়েছিল। শুধু তাই নয়, গত ১৯ জানুয়ারি সেক্টর ১৯-এ সিলিন্ডার ফেটে আগুন ধরে যায় মহাকুম্ভ মেলায়। এছাড়াও, ২৫ জানুয়ারিও সেক্টর ২ এলাকায় দাঁড়িয়ে থাকা দু’টি গাড়িতে আগুন লেগে গিয়েছিল। ফলে একের পর এক দুর্ঘটনায় যোগী সরকারের উপর যে চাপ বাড়ছে তা বলাই বাহুল্য।