রাতারাতি ভোলবদল! উধাও বড়বড় চুল-দাড়ি, হঠাৎ কী হল IIT বাবার?

বাংলা হান্ট ডেস্ক: ১৪৪ বছর পর উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাসমারোহে পালিত হচ্ছে মহাকুম্ভ। ত্রিবেণীর সঙ্গমস্থলে ডুব দিয়ে পাপ স্খলন করছেন অনেকেই। আর এখানে এসে ভাইরাল হয়েছেন বহু সাধু, সন্ন্যাসী। তবে এঁদের মধ্যে সবচেয়ে বেশি তাক লাগিয়েছেন আইআইটি বাবা (Maha Kumbh IIT Baba) ওরফে অভয় সিংহ। বেশ কিছুদিন ধরেই তাঁকে দেখা যাচ্ছিল না মেলা প্রাঙ্গণে। তবে সম্প্রতি এমন রূপে ধরা দিয়েছেন সকলের কাছে, যার ফলে চর্চার পারদ আরও বেড়েছে। হঠাৎ এমন বদল দেখে উঠছে প্রশ্ন।

বদলে গিয়েছে কুম্ভ মেলায় ভাইরাল আইআইটি বাবা (Maha Kumbh IIT Baba):

মহাকুম্ভে এসে বেশ খ্যাতি অর্জন করেন আইআইটি বাবা (Maha Kumbh IIT Baba)। সেই সময় যখন ক্যামেরায় ধরা পড়েন তখন পরনে সাদা পোশাক, বড় বড় চুল, মুখ ভর্তি দাড়ি, মাথায় তিলক আঁকা। এইভাবেই সকলের নজর কেড়েছিলেন তিনি। কিন্তু সম্প্রতি তিনি যেমন রূপে ধরা দিয়েছেন তা দেখে কেউই চিনতে পারছেন না তাঁকে। বড় বড় চুল, দাড়ি সমস্ত কিছু কেটে ফেলেছেন। পোশাকেও এনেছেন বিরাট বদল। একেবারে আধুনিক সন্ন্যাসীর বেশে ধরা দিয়ে ফের চর্চায় উঠে এলেন তিনি।

Maha Kumbh IIT Baba again viralআইআইটি বাবা (Maha Kumbh IIT Baba) ওরফে অভয় সিংহকে কুম্ভ মেলায় একটি শার্ট, গায়ে ভাল সোয়েটার পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। সেইসাথে, তাঁর পরনের ধুতিও বদলে গিয়েছে। গায়ে জড়ানো একটি নতুন শাল। জানা গিয়েছে, এই শালের নাম  “লাজবন্তী”। সেইসাথে গলায় রয়েছে রুদ্রাক্ষের মালা। চুল, দাঁড়ি কেটে তিনি শুধু নিজের রূপের বদল এনেছেন। কিন্তু আধ্যাত্মিক ধ্যান, জ্ঞানের প্রতি তাঁর মনোভাব বিন্দুমাত্র বদলায়নি। বরং তিনি হয়ে উঠেছেন এ যুগের আধুনিক সন্ন্যাসী।

আরও পড়ুন: ‘৩ জনের নাম সামনে আসা বাকি’! সেই কারণেই রাজ্য তড়িঘড়ি সঞ্জয়ের ফাঁসি দিতে চায়! বিস্ফোরক আইনজীবী

তবে হঠাৎ এমন পরিবর্তনের কারণ কি:  এই বিষয়ে অভয় সিংহ জানিয়েছেন, এমন কোনো ব্যাপার নেই যে তপস্যা করলেই বড় বড় দাড়ি রাখতেই হবে। তিনি বলেন,  প্রত্যেক ২-৩ মাস অন্তর অন্তর তাঁর যদি মনে হয় চুল দাড়ি কাটবেন তাহলে কেটে ফেলেন। এতে অস্বাভাবিক কিছুই নেই বলেই দাবি করেন আইআইটি বাবা (Maha Kumbh IIT Baba)। অভয় সিংহ জানান, “একদিনে আমি সমস্ত জ্ঞান অর্জন করিনি। একজন সত্যিকারের তপস্বী হতে আমার কয়েক বছর সময় লেগেছে। কিন্তু আমি যে জ্ঞান অর্জন করেছি তা বিতরণের জন্য আমার কাছে উপযুক্ত মাধ্যম বা চ্যানেল ছিল না। হঠাৎ করেই আমি তা খুঁজে পেয়েছি।”

আরও পড়ুন: ফের ট্রেন দুর্ঘটনা, এবার সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেসে ধাক্কা, লাইনচ্যুত একাধিক বগি

প্রসঙ্গত, কুম্ভ মেলায় এসে তিনি কিছুদিন আগেই নরেন্দ্র মোদীর ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন। তিনি জানান, আগামী দিনে ভারতের প্রধানমন্ত্রী হবেন যোগী আদিত্যনাথ এবং রাষ্ট্রপতি হবেন নরেন্দ্র মোদী। আর এমন দাবি করার পরেই তাঁকে নিয়ে যেন চর্চার পারদ আরও কয়েকগুণ বেড়ে যায়। দেশের সবথেকে নামি শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি থেকে তিনি ‘এরোস্পেস ইঞ্জিনিয়ারিং’-র উপর ডিগ্রি অর্জন করেন সেইসাথে রয়েছে স্নাতকোত্তরের ডিগ্রি। রাতারাতি তাঁর এই ভিডিও সমাজ মাধ্যমে ছয়ে ছয়লাপ হয়ে যায়। এত শিক্ষিত হয়েও আধ্যাত্মিকতার প্রতি টান দেখে মুগ্ধ হয়েছে অনেকেই। আর তারপর থেকেই তিনি সকলের কাছে হয়ে ওঠেন আইআইটি বাবা (Maha Kumbh IIT Baba)।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর