মহাকুম্ভে কেন ঘটল পদপিষ্টের ঘটনা? ঠিক কী হয়েছিল সেই সময়ে? ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন প্রত্যক্ষদর্শীরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা (Maha Kumbh Stampede)। হাজার হাজার সাধু সন্ন্যাসী থেকে শুরু করে সাধারণ ভক্তরা ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন এই মেলায়। তারমধ্যে আজ মৌনি অমাবস্যা। মনে করা হয়, এইসময় অমৃত স্নানে পবিত্র ডুব সারলে সারাজীবনের পাপ ধুয়ে যায়, মোক্ষ লাভ করেন ভক্ত। তাই প্রথাগত নিয়ম মেনে লাখ লাখ ভক্তরা মহাকুম্ভে অমৃত স্নানের পরিকল্পনা করছিলেন।

মহাকুম্ভে (Maha Kumbh Stampede) ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা

এই অবস্থায় ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। আজ অমৃত স্নানের মুহূর্তে সঙ্গমে সৃষ্ট বিশৃঙ্খলার জেরেই একাধিক ব্যক্তির পদপিষ্ট (Maha Kumbh Stampede) হয়ে যাওয়ার ঘটনা ঘটে। জানা গিয়েছে, প্রায় ১০ কোটি ভক্ত আজ মৌনি অমাবস্যা উপলক্ষে অমৃত স্নানের জন্য হাজির হয়েছিলেন। বিশৃঙ্খলার কারণেই মহাকুম্ভের (Kumbh Mela) সঙ্গমে আগত বহু তীর্থযাত্রী প্রাণ হারান বলেই প্রত্যক্ষদর্শীদের মত। অপর্যাপ্ত ব্যবস্থাপনার জেরেই আহত বহুজন।

আরোও পড়ুন : জোর ধাক্কা খেল রাজ্য সরকার! এবার বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট! কোন মামলায়?

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে কোন কোন ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থার অভাব ছিল সেই প্রসঙ্গটি নিয়েও। জানা গিয়েছে, এন্ট্রি ও এক্সিট গেট সঠিকভাবে বুঝতে না পারার কারণেই ভিড় নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। স্নানের পর ভক্তরা কোথায় যাবেন সেই বিষয়েও অনেকের কাছে কোন স্পষ্ট ধারণা ছিল না। ভারী মালপত্র ও অসতর্কতার ফলে অনেকে পড়ে যান, যার ফলে ব্যাপক পদদলিতের ঘটনা ঘটে।

আরোও পড়ুন : দুর্ধর্ষ কেরিয়ার! হেলায় ছেড়েছেন RBI’র চাকরি! দুবার UPSC ক্র্যাক করে নজির সৃষ্টি এই IAS অফিসারের

তীর্থযাত্রী বিবেক মিশ্রর কথায়, “আমি পড়ে গিয়েছিলাম এবং আমার জুতো হারিয়ে খালি পায়ে ছিলাম। আমার পায়ে আঘাত লাগে, তবে আমি আমার বাবা-মা এবং অন্য এক মহিলাকে সাহায্য করি। এর মধ্যেই কিছু যুবক ধাক্কাধাক্কি শুরু করে, যার ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়”। তিনি বলেন, ডাস্টবিন আর ব্যারিকেট কোথায় আছে সেটা পরিষ্কারভাবে বুঝতে না পারার জন্যই পদদলিত হওয়ার সম্ভাবনা বাড়ে।

Maha Kumbh Stamped details

পাশাপাশি ফতেহপুরের বাসিন্দা রাম সিং জানিয়েছেন যে, “প্রস্থান পথ সম্পূর্ণরূপে অবরুদ্ধ ছিল, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে। আমাদের সামনে পড়ে যাওয়া মানুষজনকে দেখে বোঝা যাচ্ছিল পদদলিত হওয়া অবশ্যম্ভাবী”। ফলে, বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার জন্যই যে পদদলিত হওয়ার সম্ভাবনা বেড়েছে এ কথা এক প্রকার স্পষ্ট হয়ে যায়। আহতদের চিকিৎসার সাথে সাথে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে বলেই সূত্রের খবর।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X