ছিঃ! মহাকুম্ভে স্নানরত মহিলাদের ভিডিও তুললেন সাংবাদিক, তারপরে যা হল….

বাংলাহান্ট ডেস্ক : গোটা পৃথিবী থেকে মহাকুম্ভে (Maha Kumbh) এসে জড়ো হচ্ছেন পুণ্যার্থীরা। মোক্ষ লাভের আশায় লক্ষ লক্ষ মানুষ ডুব দিচ্ছেন গঙ্গা, যমুনা, এবং পৌরাণিক সরস্বতী নদীর পবিত্র সঙ্গমে। সেই মহাকুম্ভে স্নানরত কিছু মহিলার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক সাংবাদিক।

মহাকুম্ভে (Maha Kumbh) সাংবাদিকের জঘন্য কান্ড

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ, মহিলাদের ভিডিও তোলাই শুধু নয়, সোশ্যাল মিডিয়ায় সেগুলি ছড়িয়ে অশ্লীল মন্তব্য করছেন তিনি। এমনকি মহাকুম্ভের পবিত্র স্নান ও হিন্দু দেব-দেবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগও উঠেছে সাংবাদিকের বিরুদ্ধে। বিষয়টি নজরে আসতেই কামরান আলভী নামের ওই সাংবাদিককে (Journalist) গ্রেফতার করেছে পুলিশ।

Maha Kumbh women bath and Journalist case

 

জানা গেছে, একটি সংবাদপত্র ও ওয়েবসাইট পরিচালনা করেন কামরান। কুম্ভ মেলা (Kumbh Mela) কর্তৃপক্ষ অভিযোগ করেছে, এই সাংবাদিক কুম্ভে স্নানরত মহিলাদের ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন। এমনকি হিন্দু দেব-দেবী ও মহাকুম্ভ নিয়ে কুরুচিকর মন্তব্যও করেছেন তিনি। অভিযোগ পাওয়ার পরই কড়া পদক্ষেপ গ্রহণ করে যোগী আদিত্যনাথ সরকার।

আরোও পড়ুন : পাল্টে যাচ্ছে নিয়ম? উচ্চ-মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত সংসদের

মামলা রুজু করে গ্রেফতার করা হয় কামরান আলভীকে। সহকারী পুলিশ সুপার (এএসপি) অখিলেশ নারায়ণ সিং জানান, মহাকুম্ভ (Maha Kumbh) মেলায় স্নানরত মহিলাদের আপত্তিকর ছবি ও ভিডিও তোলেন কামরান আলভী নামের এক সাংবাদিক। বিষয়টি নজরে আসতেই দ্রুততার সাথে মামলা দায়ের করে জেল হেফাজতে নেওয়া হয়েছে তাঁকে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Maha Kumbh women bath and Journalist case

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে আয়োজিত হয়েছে মহাকুম্ভ। দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত উড়ে আসছেন মোক্ষ লাভের আশায়। আগত পুণ্যার্থীদের সুরক্ষার বিষয়টি সুনিশ্চিত করতে কোনো ত্রুটি রাখতে চাইছে না উত্তরপ্রদেশ সরকার। সেই মতো আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা প্রয়াগরাজ। এমনকি সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো ও জালিয়াতি রুখতেও বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর